ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে খালে অবৈধ দখল উচ্ছেদে নামছে সেনাবাহিনী

প্রকাশিত: ০৯:২৮, ৫ মে ২০১৯

চট্টগ্রামে খালে অবৈধ দখল উচ্ছেদে নামছে সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্পের আওতাধীন খালগুলোর ওপর গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদে শীঘ্রই অভিযান শুরু করবে সেনাবাহিনী। এক্ষেত্রে কোন ধরনের ছাড় দেয়া হবে না। ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনর্খনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক এক মত বিনিময় সভায় দৃঢ়তার সঙ্গে কথাগুলো বলেন মেগা প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার ডিরেক্টর জেনারেল (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকী। শনিবার ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড দামপাড়া আর্মি ক্যাম্পে এ সভা অনুষ্ঠিত হয়। ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকী বলেন, এ বিষয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক), চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও পুলিশসহ সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করা হবে। এরপরও যদি এ ধরনের কাজে কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আসন্ন বর্ষা মওসুমে কোন খালে কোন ধরনের বাঁধ থাকবে না উল্লেখ করে বলেন, খালগুলোকে শতভাগ বাঁধমুক্ত করা হবে। ময়লা অপসারণের পরও কিছুদিন পর পর তা ভরাট হয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে স্থায়ীভাবে জনসচেতনতা তৈরি করতে হবে। এ লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে একাধিক কার্যক্রম হাতে নেয়া হয়েছে। সেবাদানকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে জলাবদ্ধতার প্রকোপ কমানোর কাজ চলছে। প্রকল্পের ভারপ্রাপ্ত পরিচালক লে. কর্নেল আবু সাদাত মোহাম্মদ তানভীর, চসিক প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ, চউকের প্রধান প্রকৌশলী হাসান বিন শামস, প্রকল্প কর্মকর্তা মেজর মাহমুদ হাসান এবং সেবা সংস্থাগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
×