ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশিত: ০৯:২৬, ৫ মে ২০১৯

শিক্ষা উপকরণ বিতরণ

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ নানামুখী কর্মপরিকল্পনার অংশ হিসেবে খাগড়াছড়িতে শনিবার জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মাঝে দুর্নীতিবিরোধী মনোভাব গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জসিম উদ্দীন মজুমদার। মাদকবিরোধী সমাবেশ স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ ‘জীবনকে ভালবাসুন, মাদক থেকে দূরে থাকুন’ এই স্লোগানকে সামনে রেখে শনিবার দুপুরে বগুড়ায় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ শামসুল হক টুকু। বগুড়া শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য আব্দুল মান্নান, হাবিবর রহমান, রেজাউল করিম বাবলু, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিচালক মুঃ নুরুজ্জামান শরীফ প্রমুখ। বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ এতে সভাপতিত্ব করেন।
×