ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জলঢাকা উপজেলা চেয়ারম্যান পদে ভোট আজ

প্রকাশিত: ০৯:২৫, ৫ মে ২০১৯

জলঢাকা উপজেলা চেয়ারম্যান পদে ভোট আজ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ উচ্চ আদালতের মামলা জটিলতায় স্থগিত থাকা জলঢাকা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আজ রবিবার। সুষ্ঠু ও শান্তিপূর্র্ণ ভোটগ্রহণে সকল প্রস্তুতি গ্রহণ করেছে সংশ্লিষ্টরা। শনিবার দুপুরের পর ভোট কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তারা ভোটের ব্যালট পেপারসহ অন্য সরঞ্জমাদি নিয়ে অবস্থান করেন। জলঢাকা উপজেলায় ২ লাখ ৩৬ হাজার ১৭১ ভোটার রয়েছে। রবিবার সকাল ৮ হতে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৮৯টি ভোট কেন্দ্রে ভোটাররা ভোট প্রদান করবে। বিষয়টি নিশ্চিত করে জলঢাকা উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেলা নির্বাচন অফিসার ফজলুল করিম জানান চেয়ারম্যান পদে দু’জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন, আনসার আলী মিন্টু (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল ওয়াহেদ বাহাদুর (চিংড়ি মাছ)। সূত্রমতে, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফায় গত ১০ মার্চ জলঢাকা উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যানের ভোটগ্রহণ অনুষ্ঠানের কথা ছিল। উচ্চ আদালতে মামলা জটিলতায় শুধু চেয়ারম্যান পদের ভোটগ্রহণ স্থগিত ছিল। ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদের ভোটগ্রহণ সঠিক সময় অনুষ্ঠিত হয়।
×