ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইউজিসির পাল্টা কৌশলপত্র তৈরির ঘোষণা

প্রকাশিত: ০৯:২২, ৫ মে ২০১৯

ইউজিসির পাল্টা কৌশলপত্র তৈরির ঘোষণা

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ দেশের বিদ্যমান বিশ্ববিদ্যালয়গুলো রক্ষায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চলমান কৌশলপত্রের বিপরীতে শীঘ্রই পাল্টা কৌশলপত্র প্রণয়নের ঘোষণা দিয়েছে ‘বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক’। শনিবার বেলা সাড়ে ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। গত ১১ ও ১২ এপ্রিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘কেমন বিশ্ববিদ্যালয় চাই: উচ্চশিক্ষা, নীতিমালা, কাঠামো’ শীর্ষক দুদিনব্যাপী এক কনভেনশনের সারসংক্ষেপ তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ, ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরীন ও ড. ফাহমিদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
×