ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘ধর্মের ভুল ব্যাখ্যা প্রদানকারীদের বিরুদ্ধে সোচ্চার হোন’

প্রকাশিত: ০৯:২২, ৫ মে ২০১৯

‘ধর্মের ভুল ব্যাখ্যা প্রদানকারীদের বিরুদ্ধে সোচ্চার হোন’

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ধর্মের ভুল ব্যাখ্যায় বিভেদ সৃষ্টিকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, মুষ্টিবদ্ধ চেতনার মধ্যদিয়ে আমাদের সৃষ্টি। সেই মুষ্টি খুলে যারা বিভেদ তৈরি করতে চাচ্ছে, এদের চিহ্নিত করতে হবে। যারা বিভক্তির রাজনৈতিক ধারা তৈরি করতে চায় তাদের রুখে দিতে হবে। তাহলেই তৈরি হবে আমাদের ঐক্যবদ্ধ সমাজ ব্যবস্থা। স্বামী বিবেকানন্দের দর্শনে এমন শিক্ষার কথা বলা হয়েছে। শনিবার সকালে দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনে এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, স্বামী বিবেকানন্দের বাণী যদি আমরা মানি, তবে তা বিশ্বের মানুষের কল্যাণ বয়ে আনবে। যারা আমাদের সমাজে ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে বিভেদ সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সব ধর্মই বলে, মানবতার উপরে কোন ধর্ম নেই। নিজেদের শৃঙ্খলার মধ্যে আবদ্ধ রাখতে ধর্মের কোন বিকল্প নেই। স্বামী বিবেকানন্দ বলেছেন, মানুষের আত্মবিশ্বাসই মানুষকে এগিয়ে নিয়ে যাবে। জঙ্গীদের কোন ধর্ম নেই। তারা কখনও ভাল মানুষ হতে পারে না। মানুষ হিসেবে স্বামী বিবেকানন্দকে জানতে হবে। জাপা দেশের রাজনীতিতে বড় ফ্যাক্টর ॥ রাঙ্গা স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চীফ হুইপ মসিউর রহমান রাঙ্গা বলেছেন, আমরা বিশ^াস করি সবাই এক হয়ে কাজ করলে দল এগিয়ে যেতে বাধ্য। দেশের রাজনীতিতে যেহেতু জাপা একটা বড় ফ্যাক্টর তাই এই গ্রহণযোগ্যতা হারানো যাবে না। যে কোন উপায়ে তা ধরে রাখার পরামর্শ দেন তিনি। তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টিকে অধিকতর সুসংগঠিত করে তুলতে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শনিবার বনানীর চেয়ারম্যানের কার্যালয়ে প্রেসিডিয়াম সদস্য ও মহানগর উত্তর সভাপতি এস এম ফয়সল চিশতীর সভাপতিত্বে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
×