ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চাকরি দেয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারকচক্রের ৩ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০৯:২০, ৫ মে ২০১৯

চাকরি দেয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারকচক্রের ৩ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ সরকারী বিভিন্ন বাহিনীতে চাকরি দেয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারকচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। গত ৩ মে শুক্রবার রাত দশটার দিকে র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর মোঃ আশরাফুল হক রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে সবুজ তালুকদার (৪৮), মিজানুর রহমান (৫০) ও সাহাবুব রহমান বাবলু (৬০) নামের তিন প্রতারককে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের বরাত দিয়ে এই র‌্যাব কর্মকর্তা জানান, মিজানুর রহমান (২৭) নামের এক যুবককে সশস্ত্র বাহিনীর বেসামরিক পদে চাকরি দেয়ার কথা বলে তার কাছ থেকে নগদ প্রায় ৩ লাখ টাকা নেয়। চাকরি না দিলে টাকা ফেরত চায়। এরপর চক্রটি প্রতারণা ও টালবাহানা শুরু করে। এমন আরও দশজন চক্রটির কাছে প্রতারিত হয়। প্রতারিতরা র‌্যাবের কাছে অভিযোগ করলে চক্রের সদস্যদের গ্রেফতারে অভিযান চালালে তিনজন গ্রেফতার হয়। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে। র‌্যাব-১০ এর অধিনায়ক এ্যাডিশনাল ডিআইজি মোঃ কাইয়ুমুজ্জামান খান বলছেন, রোজা বা ঈদের মতো বড় বড় অকেশনে যাত্রাবাড়ী, ধলপুর, পুরনো ঢাকা, খিলগাঁওসহ আশপাশের এলাকায় এ ধরনের অনেক প্রতারকচক্র আস্তানা গাড়ে। তারা গ্রাম থেকে আসা সহজসরল মানুষদের প্রতারণার ফাঁদে ফেলে টাকা পয়সা হাতিয়ে নেয়। এজন্য বাড়ি মালিকদের প্রকৃত পরিচয়পত্র যাচাই-বাছাই করে এবং ভাড়াটিয়া তথ্য ফরমপূরণ করে বাড়ি ভাড়া দেয়ার জন্য বার বার মাইকিং করা হয়েছে। সামনে যেহেতু ঈদ, এজন্য এমন সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে। সেইসঙ্গে অভিযান অব্যাহত থাকবে। ইতোমধ্যেই র‌্যাব মহাপরিচালক ড. বেনজীর আহমেদ র‌্যাব সকল ইউনিটকে আসন্ন রোজায় চুরি, ডাকাতি, ছিনতাই, অজ্ঞানপার্টি, মলমপার্টিসহ সব ধরনের অপরাধীদের গ্রেফতার করতে বাড়তি অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন।
×