ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হলিডে মার্কেট বাতিল দাবি হকারদের ॥ পদযাত্রা

প্রকাশিত: ০৯:১৯, ৫ মে ২০১৯

হলিডে মার্কেট বাতিল দাবি হকারদের ॥ পদযাত্রা

স্টাফ রিপোর্টার ॥ হলিডে মার্কেট বাতিল এবং প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের দাবিতে মতিঝিলের শাপলা চত্বর থেকে নিউমার্কেট পর্যন্ত পদযাত্রা করেছেন হকাররা। শনিবার বাংলাদেশ হকার্স ইউনিয়নের উদ্যোগে এই কর্মসূচী পালন হয়। শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের উদ্ধৃতি দিয়ে বলা হয়, উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ১১টি স্থানে হলিডে মার্কেট চালু করবে রমজান মাসে। এতে ক্ষিপ্ত হন হকাররা। তারা জানান, হলিডে নয়, সাধারণ মার্কেটে তাদের পুনর্বাসন জরুরী। পদযাত্রা বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট-গুলিস্তান-নবাবপুর রোড-গোলাপ শাহ মাজার-নগরভবন-ঢাকা মেডিক্যাল-টিএসসি-নীলক্ষেত-সাইন্স ল্যাবরেটরি মোড় ঘুরে চন্দ্রিমা সুপার মার্কেটের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়। চন্দ্রিমা সুপার মার্কেটের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল হাশেম কবীর। বক্তব্য রাখেন হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াৎ, বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতিম-লীর সদস্য আতিকুল হক খান, হকার্স ইউনিয়নের সহ-সভাপতি আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, কেন্দ্রীয় সদস্য শহীদ খান, শাহিনা আক্তার, কনক মোল্যা, সফিকুল ইসলাম, নিউমার্কেট গাউছিয়া হকার ঐক্যজোটের সভাপতি হাজী আব্দুস সাত্তার মোল্যা, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, গত ২৪ এপ্রিল প্রধানমন্ত্রীর ঘোষণা তোয়াক্কা না করে পুলিশ কমিশনার ১১টি স্থানে হলিডে মার্কেট চালুর ঘোষণা দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী ব্যক্তিকে অসম্মান করেছেন।
×