ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কলাপাড়াকে জেলা ঘোষণার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৯:১৮, ৫ মে ২০১৯

কলাপাড়াকে জেলা ঘোষণার দাবিতে মানববন্ধন

পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে কলাপাড়া সমিতি, ঢাকা -এর আয়োজনে ঢাকার কলাপাড়া, রাঙ্গাবালী, আমতলী উপজেলা এবং মহিপুর, তালতলী থানার কয়েকশ’ লোক মানববন্ধন ও সমাবেশ করেছে। উক্ত দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে মানববন্ধন ও সমাবেশে ১১৪ পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান (মহিব), এমপি উপস্থিত ছিলেন। তিনি তার বক্তব্যে বলেন, কলাপাড়ায় ব্রিটিশ আমল থেকেই ম্যাজিস্ট্রেট আদালত ও এয়ারপোর্টে ছিল এবং সাগরকন্যাখ্যাত সমুদ্র সৈকত ‘কুয়াকাটা‘ এ এলাকায় অবস্থিত। এ ছাড়া প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার অবদানে এ অঞ্চলে পায়রা তৃতীয় সমুদ্র বন্দর, ৪ তাপবিদ্যুত প্রকল্প, গভীর সমুদ্র বন্দর, বুলেট ট্রেন, আন্তর্জাতিক মানের বিমানবন্দর, চার লেনের রাস্তাসহ বহু প্রকল্প বাস্তবায়নাধীন। কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কলাপাড়া আওয়ামী লীগের সহ সভাপতি ড. শহীদুল ইসলাম বিশ্বাস ও কলাপাড়া সমিতি, ঢাকার সভাপতি এ্যাডভোকেট খন্দকার আবুল কালাম এ সম্পর্কে বক্তব্য দেন। কলাপাড়া সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক এস এম মনিরুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।-বিজ্ঞপ্তি
×