ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তিন দিনব্যাপী বনসাই প্রদর্শনী

প্রকাশিত: ১০:৩৮, ৪ মে ২০১৯

 তিন দিনব্যাপী  বনসাই  প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ শেওলা থেকে বটবৃক্ষ সবই প্রকৃতির অংশ। প্রাণের স্পন্দন আর শিল্পকর্মের নান্দনিকতা একই সূঁতোয় যেন গাথা। তাই তো প্রকৃতিকে ছাড়া মানুষ বাঁচতে পারে না। আর মানুষের বাঁচার জন্য চাই বৃক্ষ। এই বৃক্ষ নিয়ে প্রকৃতিপ্রেমী ও তরুণ বনসাই শিল্পী কে এম সবুজের চতুর্থতম একক বনসাই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। শুক্রবার দুপুরে গুলশান ক্যাডেট কলেজ ক্লাবে লিভিং আর্ট আয়োজিত তিন দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয় । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীটির উদ্বোধনীতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, ওয়েল গ্রুপের সিইও সৈয়দ নূরুল ইসলাম এবং থাইল্যান্ডের পাতানচাই ক্যামিক্যাল কোম্পানি লিমিটেড এর সামারপিতাক। প্রদর্শনীতে ১০০ প্রজাতির ৪০০টি বনসাই স্থান পেয়েছে। এছাড়া বাহারি রং ও ডিজাইনের ছোট বড় ৩০টি ল্যান্ড স্কেপ, মসজিদ, মন্দির, পাহাড়, পর্বত ঝর্ণা, ঘরবাড়ি স্কুল-কলেজ, সব যেন প্রকৃতির অংশ। আর বনসাইয়ের স্পর্শে তা হয়ে উঠেছে আরও নান্দনিক। শিল্পী কে এম সবুজ জানান, লিভিং আর্ট এর ছোট বড় পক্রিয়াধীন অবস্থায় প্রায় ২০ হাজার গাছ রয়েছে যেগুলো ভবিষ্যতে প্রদর্শনীর জন্য প্রস্তুত করা যাচ্ছে। প্রদর্শনীতে বনসাই ও ল্যান্ডস্কেপ কেনার সুবিধাও রয়েছে। বনসাই ১ হাজার থেকে ৫ লাখ টাকা, ল্যান্ডস্কেপ ৫ হাজার থেকে ৬০ হাজার টাকায় কেনা যাচ্ছে। এই প্রদর্শনী চলবে আগামী রবিবার পর্যন্ত।
×