ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফখরুলের কাছে সংসদে না যাওয়ার ব্যাখ্যা চেয়েছেন গয়েশ্বর

প্রকাশিত: ১০:৩৬, ৪ মে ২০১৯

 ফখরুলের কাছে সংসদে না যাওয়ার ব্যাখ্যা চেয়েছেন গয়েশ্বর

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদে না যাওয়ার বিষয়ে কঠোর সমালোচনা করে দলের স্থায়ী কমিটির সদস্য প্রশ্ন তুলেছেন এটি কি তার চমক? দলীয় ৬ এমপির মধ্যে পাঁচজন সংসদে গেলেও ফখরুল ইসলাম আলমগীর কেন যাননি আশা করি তার ব্যাখ্যা তিনি দেবেন। হয়ত পরবর্তী সময়ে আমরা জানতে পারব এটি তার একটি চমক। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অপর এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি না দিলে রাজপথে আন্দোলন শুরু হবে। মির্জা ফখরুলের সংসদে না যাওয়ার ব্যাখ্যা চেয়ে গয়েশ্বর বলেন, প্রশ্ন উঠেছে বিএনপির সবাই সংসদে গেল মহাসচিব গেল না কেন? এটা আমার কাছেও খটকা লাগে। দলের সিদ্ধান্তে সবাই গেলে মহাসচিব যাবেন না কেন? আলাদা কারও ভাল থাকা বা আলাদা কারও হিরো হওয়ার সুযোগ নেই। তাই তিনি কেন সংসদে যোগ দিলেন না নিশ্চয়ই সে বিষয়ে ব্যাখ্যা দেবেন। গয়েশ্বর বলেন, দেশ-বিদেশে খালেদা জিয়াকে হেয় করার জন্য দীর্ঘ দিন ধরে তাকে কারাগারে রাখা হয়েছে। তিনি বলেন, ১৫ বছরের সাজাপ্রাপ্ত ব্যারিস্টার নাজমুল হুদা তিনদিনের মধ্যে জামিনে পেলেন, আর খালেদা জিয়া ১৫ মাস পরও জামিন পাচ্ছেন না কেন? বিচারপতিদের সঙ্গে কি আমাদের কোন শত্রুতা আছে? তাহলে তারা কেন এ রকম আচরণ করছেন? তারা কি এ রকম করছে সরকারের নির্দেশে? সরকারের নির্দেশ না মানলে তাদের চাকরি থাকবে না? গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপির এমপিদের সংসদে যোগদানের সঙ্গে খালেদা জিয়ার মুক্তির কোন সম্পর্ক নেই। দলীয় সিদ্ধান্তের আগে জাহিদুর রহমান শপথ নেয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে। পরবর্তীতে বাকিরা দলীয় সিদ্ধান্তে শপথ নিয়েছেন। আমাদের সংসদে যাওয়ার সিদ্ধান্ত সঠিক না বেঠিক এর জন্য অপেক্ষা করতে হবে। তবে আমাদের সবাইকে এক সুরে কথা বলতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য আছে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যা বলেন, যে গ্রামে বিদ্যুত নেই সেখানকার চায়ের দোকানেও নেতাকর্মীরা একই কথা বলেন। কিন্তু আমরা একই বিষয়ে একেকজন একেক কথা বলি। অর্থাৎ আমাদের মধ্যে চিন্তা-ভাবনার সমন্বয়ের অভাব। এ অভাবের কারণে কর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। গয়েশ্বর বলেন, দেশবাসী বর্তমান সরকারের বিরুদ্ধে মাঠে নামার জন্য অপেক্ষা করছে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যখন মাঠে নামার জন্য ডাক দেব তখনই সবাই নেমে যাবেন। জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা কর্মসূচী দিলে তারা আমাদের সঙ্গে থাকবে। কারণ বিএনপি জনগণের দল। জনস্বার্থেই বিএনপি কর্মসূচী পালন করে। আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ। অবিলম্বে খালেদাকে মুক্তি না দিলে আন্দোলন- রিজভী ॥ অবিলম্বে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্তি না দিলে রাজপথে আন্দোলন শুরু হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মহিলা দল আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। রিজভী অভিযোগ করেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে কারাবন্দী করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে। জিয়া পরিবার ও বিএনপিকে রাজনৈতিকভাবে দুর্বল করার উদ্দেশ্যেই তাকে কারাগারে আটকে রাখা হয়েছে। খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তিনি বলেন, দেশে আইনের শাসন নেই, আজকে শেখ হাসিনার শাসন চলছে। তিনি নিজেই বলেছেন খালেদা জিয়ার ব্যাপারে আইন-আদালত যা করবে তাই, আদালতের ওপর আমাদের হস্তক্ষেপ নেই। অজান্তেই নিজের মনের ভেতর থেকে কথা বেরিয়ে আসে। লন্ডনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে। সবাই শুনেছেন তিনি কী বলেছেন? ‘নিজের কর্মীদের বলেছেন, বিএনপির লোকদেরকে বলে দাও, তারেক রহমান যদি বেশি বাড়াবাড়ি করে তার মা আর জেল থেকে বেরোবে না।’ এর মাধ্যমে আমরা বার বার যেটা বলেছি সেটাই প্রমাণ করলেন প্রধানমন্ত্রী। ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায় সরকারকে উদ্দেশ্য করে রিজভী বলেন, আবারও বলতে চাই জনগণের নিরাপত্তা দিতে হবে। উপকূলীয় জেলাসমূহের মানুষকে নিরাপদ জায়গায় রাখতে হবে। সেখানে প্রয়োজনীয় নিরাপত্তা বাহিনী কাজ করবে এবং কোন জান-মালের যেন ক্ষতি না হয় তার ব্যবস্থা করতে হবে। মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সহ-সভাপতি জেবা খান, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ। খালেদার মুক্তির দাবিতে রিজভীর নেতৃত্বে মিছিল ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীতে মিছিল করেছে দলের নেতাকর্মীরা। শুক্রবার বেলা ২টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ মিছিল হয়। মিছিলে শতাধিক নেতাকর্মীর মধ্যে বেশিরভাগই ছিল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী। এ সময় তারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।
×