ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চাঁদে মহাকাশযান নামাবে ভারত

প্রকাশিত: ১০:১৫, ৪ মে ২০১৯

 চাঁদে মহাকাশযান  নামাবে ভারত

কয়েক মাসের মধ্যে চাঁদের বুকে মহাকাশযান নামানোর চেষ্টা করবে ভারত, এমনটাই জানিয়েছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)। চন্দ্রায়ন-২ নামের মহাকাশযানটি জুলাই মাসে উৎক্ষেপণ করা হবে, আর সেপ্টেম্বরে এটি চাঁদে পৌঁছবে। আইএসআরও’র পক্ষ থেকে এক টুইট বার্তায় বলা হয়, আমরা একটি দারুণ মিশনের জন্য প্রস্তুত। চন্দ্রায়ন-২ জুলাইয়ের ৯ থেকে ১৬ তারিখের মধ্যে উৎক্ষেপণ করা হবে, চাঁদে ল্যান্ড করবে ৬ সেপ্টেম্বর। তিনটি মডিউল রাখা হয়েছে চন্দ্রায়ন-২ তে : একটি অর্বিটার, ‘বিক্রম’ নামের ল্যান্ডার এবং ‘প্রজ্ঞান’ নামের রোভার। চাঁদে পৌঁছানোর পর অর্বিটার থেকে বিচ্ছিন্ন হয়ে দক্ষিণ মেরুতে নামবে ল্যান্ডার। এর পর ল্যান্ডার থেকে বের হয়ে চাঁদের বুকে বিচরণ করবে রোভার। চাঁদে বৈজ্ঞানিক পরীক্ষা চালাবে রোভার। ল্যান্ডার এবং মডিউলেও বৈজ্ঞানিক পরীক্ষা চালানোর জন্য যন্ত্রাংশ থাকবে। এবার দিয়ে দ্বিতীয়বারের মতো চাঁদে কোন মহাকাশযান পাঠানোর উদ্যোগ নিচ্ছে ভারত। ২০০৮ সালে চাঁদে একটি মহাকাশযান পাঠিয়েছিল আইএসআরও। চাঁদে নামার বদলে লুনার স্যাটেলাইটের কক্ষপথেই ঘুরছিল এটি। -মিরর
×