ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গেম খেলার বড় পর্দার নতুন ফোরজি ফোন

প্রকাশিত: ০৯:৪৭, ৪ মে ২০১৯

 গেম খেলার বড় পর্দার  নতুন ফোরজি ফোন

বড় পর্দার নতুন আরেকটি ফোরজি ফোন বাজারে ছেড়েছে প্রযুক্তিপণ্যের দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন। যার মডেল ‘প্রিমো এনএফফোর’। আকর্ষণীয় ডিজাইনের ৮.৩ মিমি স্লিম ফোনটি মিলছে টোয়াইলাইট পার্পেল, টোয়াইলাইট ব্লু এবং রুবি ব্ল্যাক - এই তিনটি ভিন্ন রঙে। দাম মাত্র ৬ হাজার ৪৯৯ টাকা। ফোনটির বিশেষ ফিচারের মধ্যে রয়েছে ৫.৯৯ ইঞ্চি ফুল-ভিউ আইপিএস ডিসপ্লে, ১.২৮ গিগাহার্জের কোয়াডকোর প্রসেসর, ১ গিগাবাইট র‌্যাম, পাওয়ার ভিআর জিই৮১০০ গ্রাফিক্স, ৮ গিগাবাইট স্টোরেজ, উভয় পাশে এলইডি ফ্ল্যাশযুক্ত বিএসআই ৮ মেগাপিক্সেল ক্যামেরা, ৩২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, উভয় সিমে ফোরজি সাপোর্ট, ফিংগারপ্রিন্ট সেন্সর ইত্যাদি।এ্যান্ড্রয়েড ওরিও ৮.১ (গো এডিশন) অপারেটিং সিস্টেমে পরিচালিত বাংলাদেশে তৈরি এই স্মার্টফোনে ৩০ দিনের রিপ্লেসমেন্ট সুবিধা ছাড়াও এক বছরের বিক্রয়োত্তর সেবা পাবেন ক্রেতা।
×