ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে বঙ্গবন্ধু ও মহিউদ্দিন চৌধুরীর নামে সড়ক

প্রকাশিত: ০৮:৫৯, ৪ মে ২০১৯

 চট্টগ্রামে বঙ্গবন্ধু ও  মহিউদ্দিন চৌধুরীর নামে সড়ক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মহানগরীর পোর্ট কানেক্টিং (পিসি) রোডের নামকরণ হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। আর আগ্রাবাদ এক্সেস রোড হবে এবিএম মহিউদ্দিন চৌধুরী সড়ক। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন এ সিদ্ধান্তের কথা জানান। শুক্রবার চসিক জনসংযোগ বিভাগ সূত্রে জানানো হয়, এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বৃহত্তর চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদ শেখ মোজাফফর আহমদের ৪৯তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় চসিক মেয়র বলেন, জাতির জনক বঙ্গবন্ধু ও চট্টলবীর মহিউদ্দিন চৌধুরীর নামে এ দুটি সড়কের নামকরণের বিষয়টি মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদিত হওয়ার সঙ্গে সঙ্গেই এ সিদ্ধান্ত কার্যকর হয়ে যাবে। বক্তব্যে তিনি শহীদ শেখ মোজাফফর আহমদের নামেও একটি সড়ক বা স্থাপনার বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানান। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, বৃহত্তর চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ শেখ মোজাফফর আহমদ ছিলেন একজন উঁচু স্তরের নেতা। মুক্তিযুদ্ধের শুরুতে তাকে এবং তার পুত্রকে গুম করে ফেলে হানাদার বাহিনী। তাদের মরদেহ এমনকি কবরস্থানও আমরা খুঁজে পাইনি। এমন নেতাদের স্মরণীয় করে রাখতে স্থাপনা নির্মাণ সময়ের দাবি। আরও আলোচনা করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ, শহীদ শেখ মোজাফফর আহমদের পুত্র কবি খুরশীদ আনোয়ার, কনিষ্ঠ সন্তান শেখ শহীদুল আনোয়ার প্রমুখ।
×