ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আড়ংঘাটায় গণহত্যার স্মরণে নির্মিত স্মৃতিফলক উন্মোচন

প্রকাশিত: ০৮:৫৯, ৪ মে ২০১৯

 আড়ংঘাটায় গণহত্যার  স্মরণে নির্মিত  স্মৃতিফলক  উন্মোচন

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ শুক্রবার বিকেলে দক্ষিণ এশিয়ার প্রথম ও একমাত্র গণহত্যা জাদুঘর ‘১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর’-এর তত্ত্বাবধানে নির্মিত খুলনার আড়ংঘাটার কাপালীপাড়া গণহত্যার স্মরণে শহীদ স্মৃতি ফলক উন্মোচন করা হয়েছে। ফলকটি উন্মোচন করেন গণহত্যা জাদুঘরের অন্যতম সুহৃদ বাংলাদেশ কর্মকমিশনের সদস্য কবি আসাদ মান্নান। এ সময় তিনি বলেন, গণহত্যা জাদুঘর মুক্তিযুদ্ধের ইতিহাসের সত্য উদ্ঘাটনের অন্যতম একটা প্রতিষ্ঠানে রূপলাভ করেছে। তারই ধারাবাহিকতায় বিভিন্ন স্থানের গণহত্যার স্মৃতি সংরক্ষণের জন্য স্মৃতিফলক নির্মাণের উদ্যোগ নেয়ার জন্য তাদের স্বাগত জানাই। অনুষ্ঠানে ‘১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর’ ট্রাস্টেও সভাপতি বঙ্গবন্ধু অধ্যাপক ড. মুনতাসীর মামুন বলেন, এ জাদুঘরের অধীনে বধ্যভূমিতে ৩০টি স্মৃতিফলক, ২০ জেলায় গণহত্যা জরিপ, ৮০টি গণহত্যা নির্ঘণ্ট প্রকাশ ও ১৫০ জন গবেষককে প্রশিক্ষণ দেয়া হয়েছে। শুধু তাই নয়, আর্কাইভে মুক্তিযুদ্ধ সংক্রান্ত প্রায় ৯ হাজার ছবি ও দুষ্প্রাপ্য পত্র-পত্রিকা রক্ষিত আছে। এই জাদুঘরই প্রথম ডিজিটাল জেনোসাইড ম্যাপ তৈরি করেছে এবং এসব ক্ষেত্রে সহায়তা করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এছাড়া মন্ত্রণালয় জাদুঘরের জরাজীর্ণ ভবন ভেঙ্গে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে। সেই প্রকল্পের পরিচালক, জাতীয় জাদুঘরের সচিব মোঃ আব্দুল মজিদও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
×