ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরিশালে বিদ্যুতের আগুনে পানবরজ পুড়ে ছাই

প্রকাশিত: ০৮:৫৯, ৪ মে ২০১৯

 বরিশালে বিদ্যুতের  আগুনে পানবরজ  পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ উজিরপুর উপজেলার দক্ষিণ শিকারপুর গ্রামে পল্লী বিদ্যুতের তার থেকে আগুনের ফুলকি নিচে পড়ে চার শতাধিক পানবরজ পুড়ে ছাই হয়ে গেছে। এতে তিনজন পানচাষীর প্রায় দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার সকালে ক্ষোভ প্রকাশ করে পানচাষী রফিকুল ইসলাম ও ছাদের আলী হাওলাদার জানান, তাদের পানবরজের মধ্যের দুটি বৈদ্যুতিক খুঁটির তার থেকে গত কয়েকদিন থেকে মিসফায়ারিং হচ্ছিল। বিষয়টি স্থানীয় পল্লী বিদ্যুতের কর্মীদের জানানো সত্ত্বেও তারা কোন ব্যবস্থা গ্রহণ করেননি। ফলে বৃহস্পতিবার সন্ধ্যায় বৈদ্যুতিক খুঁটির তার থেকে আগুনের ফুলকি নিচে পড়ে মুহূর্তের মধ্যে তাদের তিনজন পানচাষীর চার শতাধিক পানের বরজ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। নওগাঁয় তিন ঘর নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নের বাঁশবাড়িয়া পশ্চিমপাড়া গ্রামে আগুনে পুড়ে ৩ ভাইয়ের বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে হঠাৎ করে এলাকাবাসী আগুনের শিখা দেখতে পেয়ে আত্রাই ফায়ার স্টেশনে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাঁশবাড়িয়া পশ্চিমপাড়ার মৃত আব্বাস আলীর তিন ছেলে আব্দুস ছামাদ, আবুবক্কর ও আজিজের বসতবাড়ির আসবাবপত্র, ধান, ভুট্টাসহ সব মালামাল পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
×