ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আদালতে স্বীকারোক্তি

টাকা ফেরত না দেয়ায় মিস্ত্রিকে হত্যা

প্রকাশিত: ০৮:৫৩, ৪ মে ২০১৯

টাকা ফেরত না  দেয়ায় মিস্ত্রিকে  হত্যা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে শহরের নিরিবিলি এলকার রাজিচ উদ্দিন হত্যা মামলায় আটক সেলিম পারভেজ ইকবাল হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছে। ব্যবসার টাকা ফেরত না দেয়ায় রাজিচ উদ্দিনকে পরিকল্পিতভাবে হত্যা করে বলে সে জানিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহাদী হাসান আসামির এ জবানবন্দী গ্রহণ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। সেলিম পারভেজ ইকবাল ভোলা লালমোহন থানার চরপাড়া গ্রামের মৃত শওকত আলী মজুমদারের ছেলে। বর্তমানে ঢাকা লালবাগের নগর বেলতীলেন এলাকার বাসিন্দা। সেলিম পারভেজ ইকবাল জানিয়েছে, আমরা দুইজন পুরনো গাড়ি ব্যবসা করতাম। দীর্ঘ ১৪ বছর এভাবে যশোর শহরে রাজিচকে দিয়ে ব্যবসা পরিচালনা করে আসাছিলাম। চিকিৎসার জন্য একবার ভারতে গেলে রাজিচ ছয়টি গাড়ি বিক্রি করে টাকা আত্মসাৎ করে দেয়। রাজিচ চুরি করে মালয়েশিয়ায় চলে যাচ্ছিল। পুলিশ তাকে এয়ারপোর্ট থেকে ফেরত দেয়। এরপর রাজিচ লোন তুলে টাকা পরিশোধ করার কথা বলে ঘোরাতে থাকে। এরমধ্যে রাজিচ একটি ক্যারিনা মাইক্রোবাস বিক্রি করে আমাকে না জানিয়ে। এনিয়ে দুইজনের মধ্যে বিরোধ চলছিল। রাজিচকে হত্যার পরিকল্পনা করি। ৯ মার্চ রাতে যশোরের মনিরাপুর টেকেরঘাট ব্রিজে নিয়ে হত্যা করি।
×