ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশালে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে হত্যার হুমকি

প্রকাশিত: ০৮:৫২, ৪ মে ২০১৯

 বরিশালে চাঁদা  না দেয়ায় ব্যবসায়ীকে হত্যার হুমকি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ এলাকার চিহ্নিত এক বখাটের দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় ব্যবসায়ীকে মারধর করার ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ইলেকট্রনিক্স ব্যবসায়ীকে হত্যার হুমকি দিয়েছে ওই বখাটে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন ওই ব্যবসায়ী। ঘটনাটি জেলার গৌরনদী পৌর এলাকার কাছেমাবাদ বাসস্ট্যান্ডের। শুক্রবার সকালে ব্যবসায়ী সুমন খান জানান, কাছেমাবাদ গ্রামের মাহফুজ সরদারের বখাটে পুত্র মৃদুল সরদার তার কাছে সম্প্রতি বিশ হাজার টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদার টাকা দিতে অস্বীকার করায় মৃদুল প্রায়ই তাকে ভয়ভীতি দেখিয়ে আসছিল। গত রবিবার দুপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এসে বখাটে মৃদুল হামলা চালিয়ে তাকে (সুমন) মারধর করে আহত করে। বিষয়টি তিনি স্থানীয় সাংবাদিকদের জানানোর পর এ নিয়ে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে মৃদুল বুধবার সকালে তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে কল করে তাকে (সুমন) মেরে ফেলার হুমকি প্রদর্শন করে।
×