ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহ সিটি নির্বাচন

১২ পুরুষ প্রার্থীর সঙ্গে লড়ছেন রূপা

প্রকাশিত: ০৮:৫১, ৪ মে ২০১৯

 ১২ পুরুষ প্রার্থীর সঙ্গে লড়ছেন রূপা

স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ ॥ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রথমবারের নির্বাচনে ২৫ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১২ পুরুষ প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন সাহসী নারী মুক্তিযোদ্ধা কন্যা ফাহমি বেগম রূপা। ময়মনসিংহ সিটির ৩৩টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৪২ প্রার্থীর মধ্যে ফাহিমা বেগম রূপা একমাত্র নারী প্রার্থী। সিটি নির্বাচনে সংরক্ষিত কাউন্সিলর পদে লড়ছেন ৭০ প্রার্থী। সাধারণ কাউন্সিলর পদে ফাহিমার এই অংশ গ্রহণকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় ভোটার ও এলাকাবাসীসহ নারী নেতৃবৃন্দ। ময়মনসিংহ পৌরসভাকে ২০১৮ সালের ১৩ অক্টোবর সিটি কর্পোরেশন ঘোষণার পর ৫ মে অনুষ্ঠিত হচ্ছে প্রথম নির্বাচন। সাবেক ২১টি ও সম্প্রসারিত ১২টিসহ মোট ৩৩টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯৬ হাজার ১০৩ জন। নির্বাচনে আওয়ামী লীগের ইকরামুল হক টিটু বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হওয়ায় এই পদে ভোট হচ্ছে না। ভোট হবে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে। সাবেক বয়রা ইউনিয়ন পরিষদের দীঘারকান্দাসহ আশপাশের এলাকা নিয়ে সিটি কর্পোরেশনের সম্প্রসারিত ২৫ নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১২ জন পুরুষ প্রার্থীর সঙ্গে পাল্লা দিয়ে লড়ছেন একমাত্র নারী প্রার্থী ফাহিমা বেগম রূপা। মুক্তিযোদ্ধার কন্যা ফাহিমা এর আগেও ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
×