ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পারমাণবিক বিদ্যুত প্রকল্পে স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থা স্থাপন কাজের উদ্বোধন

প্রকাশিত: ০৮:৫০, ৪ মে ২০১৯

 পারমাণবিক বিদ্যুত প্রকল্পে স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থা স্থাপন কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ শুক্রবার সকালে ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুত প্রকল্পের দ্বিতীয় ইউনিটে স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থা কোর ক্যাচার স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান প্রধান অতিথি হিসেবে এ কোর ক্যাচার উদ্বোধন করেন। পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান মাহাবুবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি বুয়েটের সাবেক উপাচার্য ও আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রূপপুর প্রকল্পের উচ্চ পর্যায়ের মনিটরিং কমিটির সভাপতি অধ্যাপক এ এম এম শাফিউল্লাহ, প্রকল্প পরিচালক ড. সৌকত আকবর, প্রকল্পের জেনারেল ঠিকাদার রাশিয়ার এটমস্ত্রয় এক্সপোর্ট (এএসই)-এর রাশান প্রকল্প পরিচালক ইউরিক কুশিলভ। পাওয়ার গ্রিড কোম্পানির উপদেষ্টা রবীন্দ্রনাথ রায় চৌধুরীর সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য এম মোজাম্মেল হক, এএসই’র ভাইস প্রেসিডেন্ট এবং রূপপুর প্রকল্পের রাশিয়ান প্রকল্প পরিচালক সের্গেই লাসতোচকিন। উল্লেখ্য, ২৭ এপ্রিল হতে দ্বিতীয় ইউনিটে কোর ক্যাচার বসানোর কার্যক্রম শুরু হয়।
×