ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

স্থানীয় নির্বাচনে ধাক্কা খেল লেবার ও কনজারভেটিভ পার্টি

প্রকাশিত: ০৮:৪৪, ৪ মে ২০১৯

 স্থানীয় নির্বাচনে ধাক্কা খেল লেবার ও  কনজারভেটিভ পার্টি

ব্রেক্সিট অচলাবস্থা কাটাতে ব্যর্থ হওয়ায় স্থানীয় নির্বাচনে ধাক্কা খেল ব্রিটেনের প্রধান দুটি রাজনৈতিক দল। ব্যর্থ হয়েছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি এবং প্রধান বিরোধী দল লেবার পার্টি। পক্ষান্তরে ছোট ছোট দল এবং স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে ভাল অর্জন করেছে। ইংল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের স্থানীয় নির্বাচনে ভোটাররা ব্যালটের মাধ্যমে জবাব দিয়েছে দল দুটিকে। নির্বাচনে টোরিরা প্রায় ৪৫০ আসন হারিয়েছে এবং ইংলিশ কাউন্সিলের ১৯টিতে পরাজিত হয়েছে। এসবের বেশিরভাগই ছিনিয়ে নিয়েছে লিবারেল ডেমোক্র্যাটরা। লেবার পার্টির জন্য দিনটি ছিল হতাশার। তারাও প্রায় ৪০টি আসন হারিয়েছে। নির্বাচনের আংশিক ফল থেকে এসব তথ্য জানা গেছে। কনজারভেটিভ পার্টির প্রধান ব্রান্ডন লেউয়িস বলেন, ‘ভোটাররা সুস্পষ্ট বার্তা দিয়েছে যে, তারা ব্রেক্সিট অচলাবস্থা নিয়ে খুবই বিরক্ত। তারা চায় অচলাবস্থা নিরসন হোক। লেবারের ছায়া অর্থমন্ত্রী জন ম্যাকডোনেল টুইট করেন, ‘বার্তা পেয়ে গেছি।’ তিনি আরও বলেন, রাজনীতিবিদদের পথ খুঁজে বের করতে হবে। কিন্তু লিবারেল ডেমোক্রেটিক নেতা স্যার ভিন্স কেবল বলেন, দলের জন্য এটা দারুণ ফল। লিবারেল ডেমোক্র্যাটদের প্রতিটি ভোটই ব্রেক্সিট বন্ধের ভোট। ২৪৮ ইংলিশ কাউন্সিল, ছয় মেয়র এবং উত্তর আয়ারল্যান্ডের ১১ কাউন্সিলের সবকটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১১০ ইংলিশ কাউন্সিলের ফল রাত ৯টার মধ্যে ঘোষণা করা হয়। উত্তর আয়ারল্যান্ডের ফল আসতে কিছুটা সময় লাগবে। স্কটল্যান্ড ও ওয়েলসে কোন স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। -বিবিসি
×