ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জেসিন্ডা আরডার্নের বাগদান সম্পন্ন

প্রকাশিত: ০৮:৪১, ৪ মে ২০১৯

 জেসিন্ডা আরডার্নের বাগদান সম্পন্ন

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন অবশেষে বাগদান সম্পন্ন করেছেন। আরডার্নের দীর্ঘ দিনের সঙ্গী, প্রখ্যাত টেলিভিশন উপস্থাপক ক্লার্ক গেফোর্ডের সঙ্গে এবারের ইস্টার সানডের আগের দিন অত্যন্ত গোপনীয়তার সঙ্গে বাগদান সারেন এই প্রধানমন্ত্রী। বাগদানে ক্লার্ক গেফোর্ড আরডার্নকে একটি হিরের আংটি পরিয়েছেন। খবর নিউজিল্যান্ড হেরাল্ড অনলাইনের। আরডার্ন গত পাঁচ বছর গেফোর্ডের সঙ্গে এক ছাদের নিচে বাস করছেন। তাদের একটি পুত্র সন্তান রয়েছে। ৩৮ বছর বয়সী আরডার্নের প্রধান মুখপাত্র আন্ড্রে ক্যাম্পবেল বলেন, গত মাসের ইস্টার সানডের আগের দিন তারা বাগদান সারেন। তবে এই দম্পতি তাদের ফেসবুক ও টুইটারে এ্যাকাউন্টে এ বিষয়ে কিছু প্রকাশ করেননি। জেসিন্দা আরডার্ন নিউজিল্যান্ডের পাইক নদীর তীরবর্তী একটি খনিতে শুক্রবার এক অনুষ্ঠানে যোগ দেয়ার পর তার হাতে প্রথমবারের মতো বাগদানের আংটিটি সবার নজরে আসে। এই দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে। মেয়েটির নাম নেভ টি আরোহা আরডার্ন গেফোর্ড। আরোহা শব্দটি মাউরি ভাষার। শব্দটির প্রকৃত অর্থ ভালবাসা। ২০১২ সালে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দু’জনের প্রথম দেখা। এরপর থেকে ভাললাগা শুরু। পাঁচ বছর আগে আরডার্নের বর্তমান সংসদীয় আসন অকল্যান্ডের মাউন্ট আলবার্টে দু’জন নির্বাচনের জন্য কাজ করেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে মা হওয়া দ্বিতীয় নেতা জেসিন্ডা আরডার্ন। প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে মা হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। মা হওয়ার পর গণমাধ্যমের সামনে গেফোর্ড প্রসঙ্গে আরর্ডান বলেন, আমাদের কোন বেবিসিটার নেই। গেফোর্ডই দায়িত্ব পালন করে। তিনি শুধু এখন আমার বন্ধু নন। সন্তানের পিতা। আমি ও আমার সন্তানের প্রতি গেফোর্ড যতœবান হবেন। তাকে পেয়ে আমি খুশি।
×