ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘বৃষ্টি ভেজা রাত’ নাটকে ক্রীড়াবিদ আলতাফ হোসেন

প্রকাশিত: ০৮:৩২, ৪ মে ২০১৯

‘বৃষ্টি ভেজা রাত’ নাটকে ক্রীড়াবিদ আলতাফ হোসেন

স্টাফ রিপোর্টার ॥ পারিবারিক কাহিনী নিয়ে সম্প্রতি চিত্রায়িত হয়েছে নাটক ‘বৃষ্টি ভেজা রাত’। ব্যতিক্রমধর্মী গল্প নিয়ে নির্মিত নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন সাবেক জাতীয় ক্রীড়াবিদ মোঃ আলতাফ হোসেন। আর তার বিপরীতে অভিনয় করেছেন ইউটিউবের রূপন্তী ও ঝিনুক ইসলাম। নাটকটি পরিচালনা করেছেন খান শাহীন। নাটকের কাহিনী প্রসঙ্গে পরিচালক জানান, আলতাফ স্যার একজন সৎ ও মেধাবী শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন জাতীয় পত্রিকায় কলাম লেখেন। তার স্ত্রী লেখালেখি পছন্দ করেন না। বিবাহিত জীবনে আশা ও আভা দুই সন্তান নিয়ে ভাড়া বাসায় বসবাস করেন। তার পরিবারে অভাব অনটন বিদ্যমান থাকায় একদিন ঝগড়া করে তার স্ত্রী নাজমা সন্তানদের নিয়ে বাসা ছেড়ে চলে যায় তাকে একা ফেলে। এর আগে ফেসবুক চ্যাটের মাধ্যমে মৌ নামের ইউনিভার্সিটি পড়ুয়া এক মেধাবী ছাত্রী স্যারের ভক্ত হয়ে যায়। স্যারের অসাধারণ লেখার জন্য হৃদয়ের টানে একদিন মৌ স্যারের বাসায় চলে আসে। তার শূন্য জীবনকে ভালবাসা ও অনুপ্রেরণা দিয়ে আরও বিখ্যাত করে তোলে। একসময় বাসাভাড়া দিতে পারত না যে স্যার, মৌ তাকে পাশে থেকে তার জীবনকে করেছে সার্থক ও সুন্দর। কিন্তু মানুষের জীবন টুকরো টুকরো আনন্দ-বেদনা কিংবা সুখ-দুঃখ দিয়ে গড়া চলমান বাস্তব চিত্র। মানুষ যখন সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যায় তখন বেঁচে থাকে শুধু স্মৃতিটুকু। স্মৃতি কখনও মানুষকে ক্ষণিকের তরে হলেও আনন্দে উদ্বেলিত করে আবার কখনও বা অশ্রু সজল করে তোলে।
×