ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শিল্পবাড়িতে রওশন আরা বাচ্চু

প্রকাশিত: ০৮:৩১, ৪ মে ২০১৯

শিল্পবাড়িতে রওশন আরা বাচ্চু

সংস্কৃতি ডেস্ক ॥ জিটিভির নিয়মিত আয়োজন ‘শিল্পবাড়ি’ অনুষ্ঠানের আজকের অতিথি ভাষাসৈনিক রওশন আরা বাচ্চু। সাহিত্যিক মনি হায়দারের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনায় কবি আদিত্য নজরুল। অনুষ্ঠানটি আজ রাত ৯টায় প্রচার হবে। ১৯৫২ সালের বাংলা ভাষা আন্দোলনের সময় রওশন আরা বাচ্চু ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। ২১ ফেব্রুয়ারিতে যেসব ছাত্র নেতারা ১৪৪ ধারা ভাঙ্গার পক্ষে ছিলেন তিনি তাদের মধ্যে অন্যতম। তিনি জনমত সমর্থনের জন্যও ব্যাপক চেষ্টা করেন। তার অনুপ্রেরণায় ইডেন মহিলা কলেজ এবং বাংলাবাজার বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের সংগঠিত করে আমতলার সমাবেশ স্থলে নিয়ে আসেন। এখান থেকেই ছাত্রনেতারা ১৪৪ ধারা ভঙ্গের ঐতিহাসিক সিদ্ধান্ত নেন।
×