ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিএসএফআইসির খোলাবাজারে বিক্রয় কার্যক্রম উদ্বোধন

প্রকাশিত: ১২:১৪, ৩ মে ২০১৯

 বিএসএফআইসির খোলাবাজারে বিক্রয় কার্যক্রম উদ্বোধন

পবিত্র রমজান মাসে দেশে চিনির চাহিদা প্রায় ৩ লাখ টন। চিনির চাহিদার প্রেক্ষিতে আসন্ন রমজান মাস উপলক্ষে বাজার স্থিতিশীল রাখা ও ভোক্তা পর্যায়ে উপযুক্ত মূল্যে চিনি সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি) প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। বিএসএফআইসির চট্টগ্রামস্থ গুদাম হতে সরকার নির্ধারিত এক্সগোডাউন প্রতি টন ৪৫,০০০ টাকা দরে দেশব্যাপী তালিকাভুক্ত ডিলারদের বরাদ্দ প্রদান করা হচ্ছে। প্রয়োজনে ফ্রি-সেলেরও ব্যবস্থা করা হবে। রমজান উপলক্ষে ঢাকা মহানগরের চিহ্নিত ১৫টি জনবহুল এলাকাসহ চট্টগ্রাম মহানগর এবং ১৫টি চিনিকল এলাকা ও নিকটবর্তী শহরে কাভার্ড ভ্যান/ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভোক্তাসাধারণের নিকট সরাসরি ১ কেজির প্যাকেটজাত চিনি ৬৫ টাকা এবং মিল এলাকায় খোলা চিনি কেজি প্রতি ৫০ টাকা দরে বিক্রয় হচ্ছে। এছাড়া ঢাকা মহানগরীর প্রায় সকল মার্কেটে, আশপাশের এলাকা/জেলায়, ছোট বড় বিভিন্ন সুপারশপে, চট্টগ্রাম মহানগর ও চিনিকল এলাকায় নির্ধারিত মূল্যে চিনি বিক্রয় হচ্ছে। প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সামরিক ও বেসামরিক বাহিনীর চাহিদার বিপরীতে চিনি বিক্রয় অব্যাহত আছে। চিনি বিক্রয়ের এ কার্যক্রম পবিত্র ঈদ-উল ফিতরের আগের দিন পর্যন্ত অব্যাহত থাকবে। ২ মে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন খোলাবাজারে প্যাকেটজাত চিনি বিক্রয় কার্যক্রম উদ্বোধন করে। উদ্বোধনী এই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সচিব আবদুল হালিমসহ আরও গুণীজন উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান ও সরকারের অতিরিক্ত সচিব আ শ ম ইমদাদুদ দস্তগীর। উল্লেখ্য, বিএসএফআইসির কাছে ১ লাখ ৪৬ হাজার টন চিনি মজুদ আছে। -বিজ্ঞপ্তি
×