ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মোবাইল ব্যাংকিংয়ে নতুন গ্রাহকের জন্য সর্বোচ্চ ৫০০ টাকার এয়ারটাইম

প্রকাশিত: ১২:১৩, ৩ মে ২০১৯

 মোবাইল ব্যাংকিংয়ে নতুন গ্রাহকের জন্য সর্বোচ্চ ৫০০  টাকার এয়ারটাইম

অর্থনৈতিক রিপোর্টার ॥ মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন করা নতুন গ্রাহক ৫০০ টাকার বেশি এয়ারটাইম কিনতে পারবেন না। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। দেশের সব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং পেমেন্ট সার্ভিসেস প্রোভাইডারের (পিএসপি) প্রধান নির্বাহীর কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, মোবাইল ব্যাংকিংয়ের নতুন গ্রাহক ৫০০ টাকার বেশি এয়ারটাইম কিনতে পারবেন না। নির্দেশনায় বলা হয়েছে, নতুন গ্রাহক রেজিস্ট্রেশনের পর কেওয়াইসি যাচাইবাছাই এবং অনুমোদনের আগপর্যন্ত গ্রাহক চাইলে শুধুমাত্র ক্যাশইন করতে পারবেন এবং ওই ক্যাশইন করা টাকার মাধ্যমে সর্বোচ্চ ৫০০ টাকার এয়ারটাইম কিনতে পারবেন। এর বাইরে কোন লেনদেন করতে পারবেন না। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে, গ্রাহকের কেওয়াইসি’র অনুমোদন না হলে অর্থাৎ রেজিস্ট্রেশন বাতিল করা হলে গ্রাহক স্বার্থ অক্ষুণ্ণ রেখে ক্যাশইন করা অর্থ গ্রাহককে ফেরত দেয়ার জন্য দুই ধরনের সুযোগ রাখতে হবে। এক. এমএফএস প্রোভাইডার-কে স্ব স্ব গ্রাহক সেবাকেন্দ্রের মাধ্যমে গ্রাহকের জমা করা অর্থ নগদ তুলে নেয়ার সুযোগ রাখতে হবে। ২. এমএফএস ছাড়া অন্য সব পিএসপি-কে গ্রাহকের সংযুক্ত ব্যাংক হিসাবের মাধ্যমে জমা করা অর্থ ফেরত দেয়ার সুযোগ রাখতে হবে।
×