ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দেহরক্ষী থেকে রানী ...

প্রকাশিত: ১১:৪৯, ৩ মে ২০১৯

 দেহরক্ষী  থেকে  রানী ...

দেহরক্ষীকে বিয়ে করে তাকে রানির মর্যাদা দিলেন থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন। বিয়ের আগে রাজার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর উপপ্রধান ছিলেন রানি সুথিদা। পিতার মৃত্যুর পর ২০১৬ সালে মহা ভাজিরালংকর্ন (৬৬) সাংবিধানিকভাবে রাজা হন। এর আগে মহা ভাজিরালংকর্ন তিনটি বিয়ে করেন এবং বিবাহবিচ্ছেদ ঘটান। তার সাতটি সন্তান রয়েছে। রাজকীয় এক বিবৃতিতে জানানো হয়, রাজা ভাজিরালংকর্ন জেনারেল সুথিদা ভাজিরালংকর্ন ন- অযোদ্ধ্যাকে তার রাজকীয় সঙ্গী করার সিদ্ধান্ত নিয়েছেন। এখন থেকে তিনি রানী সুথিদা হিসেবে বিবেচিত হবেন এবং রাজপরিবারের অংশ হিসেবে রাজকীয় খেতাব ও মর্যাদায় অধিষ্ঠিত হবেন। রানি সুথিদা রাজা ভাজিলংকর্নের দীর্ঘদিনের সহযোগী এবং বহু বছর ধরেই প্রকাশ্যে রাজার সঙ্গে দেখা যায় তাকে। তবে এর আগে তাদের সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়া হয়নি। বুধবার রাতে থাইল্যান্ডের টিভি চ্যানেলগুলোতে বিয়ের অনুষ্ঠানের ভিডিও ফুটেজ দেখানো হয়। এতে দেখা যায়, রাজপরিবারের অন্যান্য সদস্য এবং প্রাসাদের উপদেষ্টাগণ বিয়েতে রয়েছেন। রাজাকে রানি সুথিদার মাথায় পবিত্র পানি ঢালতে দেখা যায়। পরে এই দম্পতি একটি বিবাহ রেজিস্ট্রি খাতায় সই করেন। -বিবিসি ও গার্ডিয়ান
×