ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডিএনসিসির কর্মচারী কমিটির মে দিবস পালন

প্রকাশিত: ১১:১০, ৩ মে ২০১৯

 ডিএনসিসির কর্মচারী কমিটির মে দিবস পালন

আন্তর্জাতিক শ্রমিক দিবস-১৯ উপলক্ষে ডিএনসিসি মার্কেট, মহাখালীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে কর্মরত মাস্টাররোল কর্মীদের এক আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাস্টাররোল কর্মীরা ডিএনসিসিতে বিদ্যমান বিভিন্ন বৈষম্যের কথা তুলে ধরে তাদের দাবি উত্থাপন করেন। দাবির মধ্যে রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মাস্টাররোল কর্মচারীদের যোগ্যতা অনুযায়ী চাকরি স্থায়ী করা ঈদ বোনাসের ব্যবস্থাকরণ, ঝুঁকিপূর্ণ কাজে (যেমন : চলমান বিদ্যুত লাইনে) নিয়োজিতদের ঝুঁকি ভাতার ব্যবস্থা করা ও মাস্টাররোলে কর্মরত ড্রাইভারদের অবিলম্বে ওভারটাইমের ব্যবস্থা করতে হবে। সভায় প্রধান অতিথি হিসেবে প্যানেল মেয়র মোঃ জামাল মোস্তফা উপস্থিত ছিলেন। প্যানেল মেয়র মাস্টাররোল কর্মীদের দাবির সঙ্গে সহমত প্রকাশ করে বলেন, আমি মাস্টাররোল কর্মীদের দাবির সঙ্গে সম্পূর্ণ একমত। এই উর্ধমূল্যের বাজারে মাস্টাররোল কর্মীদের বেতন অপর্যাপ্ত তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকবান্ধব। আমি মেয়র মোঃ আতিকুল ইসলামের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করব। সভায় অন্যদের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা মোঃ জাকির হোসেন, উপপ্রধান রাজস্ব কর্মকর্তা মোঃ মহসীন আলী, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইমদাদুল হক ও ডিএনসিসির শ্রমিক লীগ, স্কাভেঞ্জার্স ইউনিয়ন, পরিববহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি।
×