ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ১১:০৯, ৩ মে ২০১৯

 ঝলক

এবার বিমান থেকে রকেট উৎক্ষেপণ অতিকায় প্লেনের ডানার নিচ থেকে রকেট উৎক্ষেপণের লক্ষ্যে এগোচ্ছে ভার্জিন অরবিট। সাধারণত ভূমি থেকেই উলম্বভাবে রকেট উৎক্ষেপণ করা হয়। প্রথাগত এই উপায়ের বাইরে কিভাবে ছোট রকেটগুলো উৎক্ষেপণ করা যায় সে লক্ষ্যে কাজ করছে বিভিন্ন প্রতিষ্ঠান। রিচার্ড ব্র্যানসনের মহাকাশ ভ্রমণ প্রতিষ্ঠান ভার্জিন গ্যালাকটিকের সহায়ক প্রতিষ্ঠান হলো ভার্জিন অরবিট। লঞ্চারওয়ান নামে ছোট রকেট বানিয়েছে প্রতিষ্ঠানটি, যা ওয়াশিং মেশিন আকারের স্যাটেলাইটকে মহাকাশে পাঠাতে পারে। নতুন এই রকেটের লঞ্চপ্যাড ভূমি থেকে ৩৫ হাজার ফুট ওপরে। কসমিক গার্ল নামে একটি বোয়িং ৭৪৭ প্লেন রয়েছে ভার্জিন অরবিটের, যা লঞ্চারওয়ানকে আকাশে নিয়ে যায়। পরিকল্পনা অনুসারে প্লেনের বাম ডানার নিচ থেকে রকেট খুলে পড়বে এবং সঙ্গে সঙ্গেই রকেটের অগ্নিশিখা জ্বলে উঠবে ও বুস্টারের সাহায্যে কক্ষপথের দিকে বাকি পথ পাড়ি দেবে। কসমিক গার্ল প্লেনের পাইলট হলেন কেলি লাটিমার। যুদ্ধবিমান এবং ৭৪৭ ওড়ানোর অভিজ্ঞতা রয়েছে তার। একমাত্র সঠিক সময়েই প্লেন থেকে রকেট উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছেন লাটিমার। সেখান থেকে রকেটটি নিজে নিজে চলবে। ‘রকেটটি পাঁচ পর্যন্ত গণনা করে এবং তারপর এটির মোটর চালু করে মহাকাশের দিকে যায়,’ বলেন লাটিমার। এখন পর্যন্ত প্লেন থেকে লঞ্চারওয়ান উৎক্ষেপণ করেনি ভার্জিন অরবিট। এটি নিয়ে এখনও পরীক্ষা চালাচ্ছে প্রতিষ্ঠানটি। -ভার্জ খুলে দেয়া হচ্ছে দীর্ঘতম মার্কিন ঝুলন্ত ব্রিজ ভ্রমণপিপাসুদের তালিকায় যুক্ত হতে যাচ্ছে আরেকটি নতুন স্থান। সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘ ঝুলন্ত ব্রিজ (স্কাই ব্রিজ)। ১৭ মে থেকে জনসাধারণের জন্য খুলে দেয়া হচ্ছে শিকলের সাহায্যে ঝোলানো এ স্কাই ব্রিজটি। পর্যটকরা হেঁটেই পার হতে পারবেন ঝুলন্ত এ ব্রিজ। যুক্তরাষ্ট্রের টেনেসির রিসোর্ট শহর গেটলিনবার্গের ধোঁয়াটে পাহাড়ী অঞ্চল জুড়ে তৈরি করা হয়েছে ৬৮০ ফুট বিস্তৃত এ ঝুলন্ত ব্রিজটি। তবে যদি উচ্চতায় কারও ভয় থেকে থাকে, তাহলে সাবধান। কারণ ব্রিজটির মেঝের মধ্যাংশ কাঁচ দিয়ে তৈরি। তাই ১৪০ ফুট উচ্চতার এ ব্রিজটির নিচে কি আছে, তা স্পষ্টভাবেই দেখতে পারবেন এটির ওপরে থাকা পর্যটকরা। গেটলিনবার্গের স্কাই লিফট পার্কের নতুন সংযোজন হিসেবেই তৈরি করা হয়েছে এ ঝুলন্ত ব্রিজটি। এ পার্কের অন্য আরেকটি বৈশিষ্ট্য হলো ‘চেয়ার লিফট’, যেটিতে চড়ে যাত্রীরা পাহাড়ের প্রায় ৫০০ ফুট পর্যন্ত উচ্চতায় উঠতে পারবেন। পার্কের ওয়েবসাইটে তারা জানায়, এ ব্রিজটি পারাপারে পথচারীদের কোন নির্দিষ্ট সময়সীমা নেই। তাছাড়া চমকপ্রদ এ ব্রিজটি পারাপারের সময় ইচ্ছে মতো ছবিও তুলতে পারবেন তারা। স্কাই ব্রিজটি যারা নির্মাণ করেছেন তাদের দাবি, এটিই উত্তর আমেরিকার সবচেয়ে দীর্ঘ ঝুলন্ত ব্রিজ। অন্যদিকে কানাডার কেলোওনা পাহাড়ের ঝুলন্ত ব্রিজটির দৈর্ঘ্য প্রায় ৮০০ ফুটেরও বেশি। তবে বিশ্বের সবচেয়ে বড় ঝুলন্ত ব্রিজ হচ্ছে সুইজারল্যান্ডের চার্লেস কুনেন। ২০১৭ সালে উন্মুক্ত করা এ ব্রিজটির দৈর্ঘ্য এক হাজার ৬২১ ফুট, আর উচ্চতা প্রায় ২৭৯ ফুট। -ইয়াহু নিউজ
×