ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আজ যথাসময়েই বিসিএস পরীক্ষা, কালকের এইচএসসি ১৪ মে

প্রকাশিত: ১১:০৭, ৩ মে ২০১৯

 আজ যথাসময়েই  বিসিএস পরীক্ষা, কালকের এইচএসসি  ১৪ মে

স্টাফ রিপোর্টার ॥ ঘূর্ণিঝড় ‘ফণী’র কারণে আগামীকালের এইচএসসি ও সমমানের নির্ধারিত সব পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে। পরীক্ষাগুলো আগামী ১৪ মে অনুষ্ঠিত হবে। এদিকে আজ নির্ধারিত সময়েই ৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক এইচএসসি ও সমমানের একদিনের পরীক্ষা পিছিয়ে দেয়ার তথ্য জানান। তিনি জানান, ঘূর্ণিঝড় ‘ফণী’র কারণে শনিবারের এইচএসসি ও সমমানের নির্ধারিত সকল পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে। শনিবার সকালে উচ্চতর গণিত প্রথমপত্র ও ইসলাম শিক্ষা পরীক্ষা ছিল। আর বিকেলে গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা ছিল। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন জীববিজ্ঞান প্রথম পত্রের (তত্ত্বীয়) পরীক্ষা হওয়ার কথা ছিল। গত ১ এপ্রিল সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ১১ মে। এরপর ১২ থেকে ২১ মে’র মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। আজ যথাসময়েই ৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ॥ ঘূর্ণিঝড় ফণীর কারণে ৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পেছাবে না বলে জানিয়েছে সরকারী কর্মকমিশন (পিএসসি)। পিএসসি বলছে, শুক্রবার ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে।
×