ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাপানের নয়া সম্রাট নারুহিতো ॥ শৃঙ্খলা ও ঐক্য যুগের সূচনা

প্রকাশিত: ১০:৪২, ৩ মে ২০১৯

 জাপানের নয়া সম্রাট নারুহিতো ॥   শৃঙ্খলা ও ঐক্য  যুগের সূচনা

জনকণ্ঠ ডেস্ক ॥ জাপানে নতুন সম্রাটের দায়িত্ব নিয়েছেন নারুহিতো। পিতা আকিহিতো সিংহাসন ছাড়ার পর বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন। ১ মে নারুহিতো সিংহাসনে আরোহণের দিনটি থেকে দেশটিতে ‘রেউওয়া’ (শৃঙ্খলা ও ঐক্য) যুগের সূচনা হলো। বিবিসি ও জাপান টাইমস। রেউওয়া অর্থ শৃঙ্খলা ও ঐক্য। জাপানে একেক জন সম্রাটের সময়কাল একেকটি নামে অভিহিত হয়ে থাকে। বুধবার সকালে টোকিওর ইম্পেরিয়াল প্রাসাদে সিংহাসনে আরোহণের আনুষ্ঠানিকতা শুরু হয়। এর মধ্য দিয়ে ৫৬ বছর বয়সী নারুহিতো হলেন দেশটির ১২৬তম সম্রাট। রাজকীয় পালাবদলের বিশাল কর্মযজ্ঞ উদ্যাপনের জন্য ২৭ এপ্রিল থেকে দেশটিতে ১০ দিনের সরকারী ছুটি ঘোষণা করা হয়। জাপানে সম্রাটের পদ অনেকটা অলঙ্কারিক। কেননা তার হাতে কোন রাজনৈতিক ক্ষমতা নেই। তবে ঐতিহ্যগতভাবে তিনি মানুষের শ্রদ্ধা ও ভালবাসার পাত্র এবং দেশটির ঐক্যের প্রতীক। বিদায়ী সম্রাট আকিহিতো ও তার স্ত্রী সম্রাজ্ঞী মিচিকো সাধারণ মানুষের মধ্যে খুবই জনপ্রিয়। কেননা সুখে-দুঃখে তিনি তাদের কাছে ছুটে যেতেন। দেশটিতে প্রায় ২০০ বছরের মধ্যে এই প্রথম জীবদ্দশায় কোন সম্রাট সিংহাসন ত্যাগ ছাড়লেন। মূলত শারীরিক অসুস্থতার কারণে শত বছরের রীতিনীতি ভাঙতে হয়েছে ৮৬ বছর বয়সী আকিহিতোকে। এর আগে ১৮১৭ সালে সম্রাট কোকাকু সিংহাসন ছেড়েছিলেন। তিনি চার দশক সম্রাট হিসেবে দেশ শাসন করেন। উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত জাপানের সম্রাট ব্যাপক ক্ষমতার অধিকারী ছিলেন। ১৮৬৭ সালে গৃহীত আধুনিক জাপানের সংবিধানে সম্রাটের সিংহাসন ছাড়ার নিয়মটি তুলে দেয়া হয়েছিল। গত বছর পার্লামেন্ট এ বিষয়ে আইন প্রণয়ন করে। ২০১৬ সালের আগস্টে আকিহিতো এক ভিডিও বার্তার মাধ্যমে দেশবাসীর কাছে রাজকীয় দায়িত্ব পালন থেকে স্বেচ্ছা অবসরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। আধুনিক জাপানের ইতিহাসে চারটি যুগ রয়েছে। সদ্য বিদায়ী আকিহিতোর যুগ হেইসেই অর্থ ‘শান্তি অর্জন’। এর আগে হিরোহিতোর (১৯২৬-১৯৮৯) যুগ ছিল শোওয়া যার অর্থ ‘আলোকিত ঐক্য’।
×