ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেঘ দেখলেই চলে যায় বিদ্যুত!

প্রকাশিত: ০৯:২৬, ৩ মে ২০১৯

 মেঘ  দেখলেই চলে যায় বিদ্যুত!

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ মেঘ গুড় গুড় আর দমকা হাওয়া ও বৃষ্টি হলেই চলে যায় বিদ্যুত! বৈদ্যুতিক লাইনের ত্রুটির অজুহাত দেখিয়ে ঘণ্টার পর ঘণ্টা অন্ধকারে থাকে ে গোটা পঞ্চগড়। এ সমস্যা নতুন নয়, দীর্ঘদিনের। জরাজীর্ণ লাইন মেরামতে কোন উদ্যোগ না নেয়ায় প্রতিবছর বর্ষা শুরুর আগে থেকে চলে বিদ্যুত যাওয়া-আসার খেলা। কখনও বজ্রবৃষ্টি, কখনও দমকা হাওয়া আবার কখনও গুড় গুড় বৃষ্টি হলেই বিদ্যুত সরবরাহ বন্ধ রাখা হয়। আবহাওয়া ভাল হলেও বিদ্যুত আসে না। স্থানীয় কন্ট্রোলরুমে ফোন করা হলে জানানো হয় লাইনের ত্রুটিজনিত বন্ধ রয়েছে বিদ্যুত সরবরাহ। ত্রুটি সারানোর অজুহাতে ঘণ্টার পর ঘণ্টা থাকে বিদ্যুতহীন পঞ্চগড়। ভ্যাপসা গরমে জনদুর্ভোগ চরমে ওঠে। অথচ এসব দেখার কেউ নেই।
×