ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মোহনগঞ্জে সর্বহারার নামে মোবাইলে হুমকি

প্রকাশিত: ০৯:২৪, ৩ মে ২০১৯

 মোহনগঞ্জে সর্বহারার  নামে মোবাইলে  হুমকি

নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা, ২ মে ॥ মোহনগঞ্জে সর্বহারার নামে মোবাইলে বিভিন্ন ব্যক্তিকে অনবরত হুমকি প্রদান করে যাচ্ছে। গত কয়েক দিনে মোহনগঞ্জের শতাধিক ব্যক্তিকে হুমকি প্রদান করায় এ নিয়ে জনমনে ভীতির সঞ্চার হয়েছে। ভুক্তভোগী কয়েকজন থানায় জিডি করেছেন। জানা গেছে, ০১৭২৫-৬৬৪৯৭২ নম্বরে নিজকে সর্বহারার কমান্ডার আব্দুল মতিন নামে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করছে। টাকা না দিলে তাদের সন্তানদের উঠিয়ে নিয়ে যাবে বলে হুমকি প্রদর্শন করছে। ফলে মোহনগঞ্জের সর্বস্তরের জনগণের মাঝে এক অস্তিরতা বিরাজ করছে। বৃহস্পতিবার ভারপ্রাপ্ত ইউএনও রেজাউল করিম ও মোহনগঞ্জ থানার ওসি মোঃ শওকত আলী জানান, আমরা বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছি। কাউন্টার টেররিজম ইন্টেলিজেন্স ইউনিটকে অবহিত করা হয়েছে। এ পর্যন্ত যাদেরকে হুমকি প্রদান করা হয়েছে তাদের মধ্যে মোহনগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আব্দুর রাজ্জাক, প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক রইস উদ্দীন, ব্যবসায়ী দেবন রায়, জীবন কৃষ্ণ সরকার, হারুনুর রশিদ চৌধুরী প্রমুখ।
×