ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মালিক-শ্রমিক ঐক্য গড়ার আহ্বান

প্রকাশিত: ০৯:২৩, ৩ মে ২০১৯

 মালিক-শ্রমিক ঐক্য গড়ার আহ্বান

জনকণ্ঠ ডেস্ক ॥ ‘মালিক শ্রমিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ করি’ প্রতিপাদ্য সামনে রেখে বুধবার পালন করা হয়েছে মহান মে দিবস। এ উপলক্ষে স্থানীয় প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠন বের করে র‌্যালি। আয়োজন করে আলোচনা সভার। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। খুলনা ॥ বুধবার সকালে খুলনার বয়রাস্থ শ্রম অধিদফতর চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, পয়লা মে শ্রমজীবী মানুষের মুক্তির দিন। এই সরকার শ্রমিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি শ্রমিকদের প্রতি মালিকদেরও যত্নবান হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে সিটি মেয়র ৫৭ অসহায় শ্রমিকদের মাঝে প্রায় ৩৭ লাখ টাকার চেক বিতরণ করেন। খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নিশ্চিন্ত কুমার পোদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ ইকবাল হোসেন এবং অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম। বরিশাল ॥ বুধবার সকালে নগরীতে কমিউনিস্ট পার্টি, ট্রেড ইউনিয়ন কেন্দ্র, শ্রমিক লীগ, শ্রমিক দলসহ বিভিন্ন সংগঠন র‌্যালি ও সমাবেশ করে। শ্রম অধিদফতর ও জেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় সার্কিট হাউস থেকে র‌্যালি বের করা হয়। পরে অশি^নী কুমার টাউন হলে অনুষ্ঠিত আলোচনাসভার জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন-সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। রাজশাহী ॥ শ্রমিকদের ন্যূনতম মজুরি দেয়ার দাবির মধ্য দিয়ে বুধবার রাজশাহীতে বিভিন্ন কর্মসূচীতে পালিত হচ্ছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে সকাল থেকেই মহানগরীতে বিভিন্ন শ্রমিক, পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শোভাযাত্রা, পথসভা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী ল্যাবরেটরি স্কুলের সামনে থেকে যৌথভাবে শোভাযাত্রা বের করে বিভাগীয় শ্রম দফতর, শিল্প সম্পর্ক শিক্ষায়তন ও শ্রম কল্যাণ কেন্দ্র। রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর কবির শোভাযাত্রায় নেতৃত্ব দেন। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে রাজশাহী মহানগর শ্রমিক লীগ শোভাযাত্রা বের করে। যশোর ॥ যশোরে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে ১৩৩তম মহান মে দিবস পালন করা হয়েছে। শ্রমিক সংগঠনগুলো দিবসটিতে বুধবার আলোচনা সভা, শ্রমিকদের মাঝে অনুদান বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রমিক ভোজের আয়োজন করে। যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন (২২৭) আলোচনা সভা ও শ্রমিকদের অবসরকালীন ভাতা বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী স্বপন ভট্টচার্য্য। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হুসাইন শওকত, পুলিশ সুপার মঈনুল হক ও যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু। সংগঠনের সভাপতি মামুনুর রশিদ বাচ্চুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হারুন-অর-রশিদ ফুলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোর্তজা হোসেন। নোয়াখালী ॥ সেনবাগসহ বিভিন্ন স্থানে র‌্যালি, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শ্রমিক কার্যালয়ের সামনে থেকে ইউনিয়নের সভাপতি আবুল বাহারের নেতৃত্বে র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। গোপালগঞ্জ ॥ বুধবার দুপুরে স্থানীয় শেখ ফজলুল হক মনি অডিটরিয়ামে এ আয়োজন করা হয়। ইমাদ এন্টারপ্রাইজের উপদেষ্টা আজম আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) কাজী শহিদুল ইসলাম। সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম মিটু, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান (লিটন), জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল হামিদ প্রমুখ সেখানে বক্তব্য রাখেন। ঈশ্বরদী ॥ শ্রমিকের ন্যায্য দাবি পুরণ, শিশুশ্রম বন্ধ, মাদক কারবারিদের প্রতিরোধ, ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার ঘোষণার মধ্য দিয়ে পাকশী ও ঈশ্বরদীতে শ্রমিক লীগের মহান মে দিবসের কর্মসূচী পালন করা হয়েছে। পাকশীতে রেল শ্রমিকলীগ ও ঈশ্বরদীতে আঞ্চলিক শ্রমিকলীগ পৃথকভাবে র‌্যালি, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এসব কর্মসূচীতে ইকবাল হায়দারের সভাপতিত্বে নজরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, স্বপন, ইব্রাহিম হোসেন, পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম বাবু, জাহাঙ্গীর আলম, রেজাউল করীম রাজা, মঞ্জুরুল আলম রতন, মিরাজ হোসেনসহ অন্যরা বক্তব্য দেন। নীলফামারী ॥ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পু®মাল্য অর্পণ ছাড়াও জেলা প্রশাসনের আয়োজনে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয় ও শ্রমিক ইউনিয়নের পতাকা উত্তোলন, সমাবেশ, র‌্যালির আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, টঙ্গী, জয়পুরহাট, পটুয়াখালী, ঝালকাঠি, নড়াইল, নওগাঁ, মেহেরপুর ও কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মে দিবস পালন করা হয়।
×