ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্যবসায়ীসহ ১২ খুন

প্রকাশিত: ০৯:২২, ৩ মে ২০১৯

 ব্যবসায়ীসহ ১২ খুন

জনকণ্ঠ ডেস্ক ॥ কেরানীগঞ্জে ব্যবসায়ী, ঈশ্বরদীতে বড় ভাই, গাজীপুরে ইজিবাইক চালক, সিলেটে রিক্সাচালক ঠাকুরগাঁওয়ে গৃহবধূ ও বৃদ্ধ, রাজবাড়ী পাবনা, মাদারীপুর, জামালপুরে কৃষক, নারায়ণগঞ্জে গৃহবধূ ও রাঙ্গুনিয়ায় চার গৃহবধূ খুন হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের- কেরানীগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জের পূর্ব আগানগর এলাকায় নিজ প্রতিষ্ঠান থেকে আবুল কাশেম ঢালী (৬৮) নামে এক গার্মেন্টস ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ‘মেসার্স ঢালী গার্মেন্টস’ নামে ওই প্রতিষ্ঠান থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের কাটিং মাস্টার অমিতকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা সে স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। জানা যায়, পূর্ব আগানগরের মান্নান ম্যানশন নামে একটি তৈরি পোশাক মার্কেটের নিচতলায় ও দোতলায় দুটি রুম ভাড়া নিয়ে তৈরি প্যান্টের ব্যবসা করতেন আবুল কাশেম ঢালী। নিচতলায় শোরুম আর দোতলায় ছিল কারখানা। নিচতলার শোরুমে তিনি থাকতেন। গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং থানাধীন কুড়িগাঁও গ্রামে। পরিবার থাকে গ্রামের বাড়িতে। তিনি ২ ছেলে ও ২ মেয়ের জনক ছিলেন। নিহতের ভাগ্নে হাসান জানান, কাটিং মাস্টার অমিত ফাঁকিবাজ ছিলেন। সে কাজে ফাঁকি দিত। তার আচার ব্যবহারও ভাল ছিল না। এসব কারণে মামা প্রায়ই তাকে গালমন্দ করতেন। বুধবারও অমিতকে গালমন্দ করেন মামা। আমাদের ধারণা এর জের ধরে অমিতই মামাকে হত্যা করেছে। ঈশ্বরদী বুধবার সকালে শহরের বস্তি পাড়া এলাকায় বখাটে কাজিম মন্ডল পেটে চাকু মেরে খুন করেছে সহোদর বড় ভাই জিয়ারুল মন্ডলকে (৩৫)। কাজিম তার নিহত বড় ভাই জিয়ারুলের নিকট পাঁচ হাজার টাকা দাবি করলে উভয়ের মধ্যে তর্কবিতর্ক ও বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে কাজিম জিয়ারুলের পেটে চাকু ঢুকিয়ে দিলে সে মাটিতে লুটিয়ে পড়ে। বাড়ির লোকজন তাৎক্ষণিকভাবে তাকে ঈশ্বরদী হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার মুনিষগাঁও গ্রাম থেকে রুমি আক্তার (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধর করেছে পুলিশ। গৃহবধূর বাবার অভিযোগ যৌতুকের টাকা না পেয়ে তার মেয়ে মেরে ফাঁসিতে ঝুলিয়ে দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় গৃহবধূর মরদেহটি তার স্বামী হারুন রশিদের বাড়ি থেকে পুলিশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। মৃত গৃহবধূর বাবা অভিযোগ করে বলেন, তার জামাতা হারুন বেশ কিছুদিন থেকে যৌতুক বাবদ মোটা অংকের টাকা দাবি করে আসছিল এবং সেই টাকা আনার জন্য আমার বাড়িতে যেতে চাপাচাপি করছে বলে মোবাইল ফোনে আমার মেয়ে আমাকে জানিয়েছি। কিন্তু আমি গরিব ভ্যানচালক আমি এত টাকা পাব কোথায়। সেইকথা ভেবে আমার মেয়ে আমার বাড়িতে যেতে রাজি হয়নি। এরই ঘটনার জেরে বুধবার জামাতা হারুন আমার মেয়েকে পিটিয়ে হত্যার পর ফাঁসিতে লাশ ঝুলিয়ে রেখেছে। অন্যদিকে, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে বুধবার সকাল সাড়ে আটটায় জেলার রাণীশংকৈলে ঝুলঝাড়ী গ্রামে মৃত খতু মোহাম্মদের ছেলে রহিমউদ্দীন (৬০) মারা গেছে। রাজবাড়ী রাজবাড়ীর পাংশা উপজেলার সরিয়া ইউনিয়নের বাঘচর এলাকায় চাঁদনী (১৮) নামের এক গৃহবধূ লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে বাঘচর এলাকার একটি পুকুর থেকে নববধূর লাশটি উদ্ধার করা হয়। চাঁদনী বাঘচর এলাকার বিপ্লব খানের স্ত্রী। জানা গেছে, সাতমাস আগে বিপ্লবের সঙ্গে পার্শ্ববর্তী পাট্রা ইউনিয়নের চাঁদনীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিপ্লবের সঙ্গে চাঁদনীর বনিবনা হচ্ছিল না। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে চাঁদনীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পাবনা স্বামীর নির্যাতনে হাওয়া খাতুন নামে এক গৃহবধূর মৃত্যু ঘটেছে। বুধবার বেড়া উপজেলার হাতিগাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এলাকাবাসী জানিয়েছে দুই মাস আগে হাওয়া খাতুন তিন সন্তান ও স্বামীকে ছেড়ে মুন্নাফকে বিয়ে করেন। দুইজনেরই এটা দ্বিতীয় বিয়ে। মুন্নাফের প্রথম স্ত্রীর ঘরেও পাঁচ সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই তাদের মধ্যে প্রায়ই ঝগড়া ঝাটি লেগেই থাকত বলে প্রতিবেশীরা জানান। প্রথম দিকে মুন্নাফের দুই স্ত্রী একই ঘরে বসবাস করলেও গত ৪ দিন ধরে তারা ঘরের মধ্যে পার্টিশন দিয়ে আলাদা আলাদা বাস করতে থাকেন। বুধবার বেলা ১১টার দিকে হাওয়া খাতুনের অস্বাভাবিক মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ মুন্নাফের বাড়ি থেকে শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্নহ্নসহ মরদেহ উদ্ধার করে। রাঙ্গুনিয়া কর্ণফুলী নদী থেকে সাহেদা আক্তার শারমিন (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার বিকেলে কর্ণফুলী নদীর খেলারঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ওইদিন রাতেই রাঙ্গুনিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন গৃহবধূর পিতা মোঃ শহিদুল্লাহ। পুলিশ নিহত গৃহবধূর স্বামী মোঃ আলমগীরকে (৩০) গ্রেফতার করে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরণ করেন। গৃহবধূর লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত সাহেদা আকতার শারমিন ৩০ এপ্রিল নিখোঁজ হয়। জানা যায়, বুধবার সকাল নয়টার দিকে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের উকিলপাড়া এলাকায় কর্ণফুলী নদীতে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। মাদারীপুর খাদিজা (১৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার পর থেকেই স্বামীসহ বাড়ির সবাই পলাতক রয়েছে। নিহতের পরিবারের দাবি খাদিজাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের সিকিনওহাটা এলাকায় এ ঘটনা ঘটে। খাদিজা একই ইউনিয়নের বড়খালপাড় গ্রামের মজিদ মোল্লার মেয়ে। জানা গেছে, গত দেড় বছর আগে একই ইউনিয়নের সিকিনওহাটা গ্রামের রব মাতুব্বরের ছেলে সিরাজুল মাতুব্বরের সঙ্গে বড় খালপাড় গ্রামের মজিদ মোল্লার মেয়ে খাদিজার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও তার পরিবার বিভিন্নভাবে যৌতুকের টাকা দাবি করে আসছিল। একাধিকবার তাকে লক্ষাধিক টাকা দেয়া হয়েছে। কিছুদিন আগে খাদিজার ভাই বিদেশ থেকে দেশে আসে। সেই কারণে কয়েকদিন ধরে টাকার জন্য স্বামীসহ ননদরা মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে। ৫ দিন আগে খাদিজাকে শারীরিক নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। জামালপুর সরিষাবাড়ী উপজেলায় প্রতিপক্ষের হামলায় শাহজাহান মিয়া (৫০) নামে একজন কৃষক নিহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, ভবানীপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে শাহজাহান মিয়া বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে চা খাওয়ার জন্য বের হয়। পরে রাত দশটা বেজে গেলেও শাহজাহান মিয়া বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে ভবানীপুর বাজারে যান। সেখানেও না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে ভবানীপুর খাল পাড়ে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে। নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সোহেলী বেগম (১৯) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বামী রাব্বি মিয়াকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে পাগলা নন্দলালপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহেলী বেগম গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার তিলছড়া গ্রামের ভ্যানচালক সিরাজ সিকদারের মেয়ে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। গাজীপুর কালীগঞ্জে পূর্ব শত্রুতার জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক ইজিবাইক চালককে ছুরিকাঘাতে করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী এক যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। নিহতের নাম মাসুদ রানা কুডু (২৫)। সে কালীগঞ্জ উপজেলার ভাদার্ত্তী (দক্ষিণ পাড়া) গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। জানা গেছে, কালীগঞ্জ উপজেলার ভাদার্ত্তী (দক্ষিণ পাড়া) গ্রামের মাসুদ রানা এলাকায় ব্যাটারি চালিত ইজিবাইক চালাত। বুধবার সন্ধ্যার পর রাব্বি নামের এক যুবক মাসুদ রানাকে বাড়ি থেকে ডেকে স্থানীয় পুরাতন সাবরেজিস্ট্রি ব্রিজ সংলগ্ন এলাকায় নিয়ে যায়। সেখানে কয়েক যুবক মাসুদকে বুকে ও পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মাসুদকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিলেট ওসমানীনগরে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম বাদল মালাকার (২২) সে উপজেলার তাজপুর ইউনিয়নের খাশিপাড়া গ্রামের বিরু মালাকারের ছেলে। নিহত বাদল পেশায় রিক্সাচালক ছিলেন বলে জানা গেছে। বুধবার রাত ১০টার দিকে কাজিরগাঁও গ্রামের সুরুজ মিয়ার নির্মাণাধীন বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। ঘটনাস্থলে একটি রিক্সা পাওয়া যায়। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার সকালে রিক্সা নিয়ে বের হয় বাদল। কিন্তু রাত ১১টা পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় স্বজনরা তাকে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে থানা পুলিশ অজ্ঞতানামা লাশ উদ্ধারের খবর পেয়ে থানায় গিয়ে বাদলের গলাকাটা লাশ দেখতে পান।
×