ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিবগঞ্জ সীমান্তে অস্ত্র ও গুলি উদ্ধার

প্রকাশিত: ০৯:১৭, ৩ মে ২০১৯

শিবগঞ্জ সীমান্তে  অস্ত্র ও গুলি  উদ্ধার

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযানে মঙ্গলবার রাতে শিবগঞ্জ তেলকুপি সীমান্তে ৪টি ওয়ান শুটার গান, ২টি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় চোরাকারবারিদের ধরতে বিজিবি ৩ রাউন্ড গুলি ছোড়ে। বিজিবি এ উপলক্ষে বুধবার সকালে প্রেসব্রিফিং এ জানায়, গোয়েন্দা তথ্যর ভিত্তিতে জানা যায়, কিছু চোরাকারবারি বিভিন্ন কৌশল ব্যবহার করে সীমান্তের ওপার থেকে অস্ত্র-গোলাবারুদ যে কোন সময় বাংলাদেশে চোরাচালান করবে। ৫৯ বিজিবি সে লক্ষ্যে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়িয়েছিল এবং টহল জোরদার করা হয়েছিল। মঙ্গলবার রাত ৯টার পরে ৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম সালাহ উদ্দিন পিবিজিএমের নেতৃত্বে ১০ সদস্যের একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮০/৯ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রিফুজিপাড়ায় ফাঁদ পেতে অবস্থান করতে থাকে। কিছুক্ষণ পরে ভারত সীমান্তের দিক থেকে একটি মোটরসাইকেল বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। টহলদল তাৎক্ষণিক মোটরসাইকেলটিকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা মোটরসাইকেল ফেলে সীমান্তের দিকে পালাতে থাকলে টহল দল চোরাকারবারিদের লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি ছুড়ে। গুলিতে কেউ হতাহত না হলেও মোটরসাইকেল ফেলে চোরাকারবারিরা পালিয়ে ভারতের দিকে চলে যায়।
×