ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশালে থানায় ঢুকে ওসিকে হুমকি ॥ আটক ৩

প্রকাশিত: ০৯:০৮, ৩ মে ২০১৯

 বরিশালে থানায় ঢুকে ওসিকে হুমকি ॥  আটক ৩

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ থানার ওসির কক্ষে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি এবং হুমকি দেয়ার অভিযোগে মানবাধিকার সংগঠনের চেয়ারম্যান পরিচয়দানকারী এক ব্যক্তি এবং তার দুই সহযোগীকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার বেলা এগারোটার দিকে জেলার গৌরনদী মডেল থানায়। ওসি গোলাম সরোয়ার জানান, হঠাৎ করে তার কক্ষে তিন ব্যক্তি প্রবেশ করেন। এ সময় রবীন্দ্রনাথ ঘোষ নামের এক ব্যক্তি নিজেকে মুক্তিযোদ্ধা, আইনজীবী এবং গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্সের চেয়ারম্যান পরিচয় দেন। গত ২৩ ফেব্রুয়ারি থানায় দায়ের হওয়া শিশু সৌরভ ম-ল হত্যা মামলার বিষয়ে তার (ওসি) কাছে রবীন্দ্রনাথ ঘোষ নানা কৈফিয়ত চান। মামলার অগ্রগতি তাকে জানানোর পরও তিনি অশোভন আচরণ করেন। একপর্যায়ে রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে থাকা দিলীপ কুমার রায় অনুমতি না নিয়েই তার (ওসির) ছবি তুলতে থাকেন। ছবি তোলার বিষয়ে ওসি আপত্তি করলে রবীন্দ্রনাথ ঘোষ উত্তেজিত হয়ে নানাভাবে প্রভাব বিস্তারসহ তাকে (ওসি) হুমকি প্রদান করেন। পরবর্তীতে তার (রবীন্দ্রনাথ ঘোষ) দেয়া পরিচয় তাৎক্ষণিক যাচাই করে কোন সত্যতা না পাওয়ায় উর্ধতন কর্মকর্তাদের নির্দেশে তাদের তিনজনকেই আটক করা হয়। আটককৃতরা হলেন-চট্টগ্রাম জেলার রাউজান এলাকার রবীন্দ্রনাথ ঘোষ, সহযোগী নীলফামারী জেলার ডিমলা থানার গয়াবাড়ি গ্রামের দিলীপ কুমার রায় এবং মাদারীপুর জেলার রাজৈর থানার আমগ্রামের বাসিন্দা রসরাজ রায়। গৌরনদী মডেল থানা পুলিশ জানান, আটককৃতরা দীর্ঘদিন থেকে নানা কৌশলে বিভিন্ন থানার ওসিদের সম্মাননা ক্রেস্ট দেয়ার কথা বলে অনৈতিক সুবিধা আদায় করে আসছিল। ভুয়া মুক্তিযোদ্ধা পরিচয় দেয়ার ঘটনায় স্থানীয় মুক্তিযোদ্ধা সামচুল হক খান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
×