ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আজ আয়ারল্যান্ড যাচ্ছেন মাশরাফিরা

প্রকাশিত: ১২:২১, ১ মে ২০১৯

আজ আয়ারল্যান্ড যাচ্ছেন মাশরাফিরা

স্পোর্টস রিপোর্টার ॥ ত্রিদেশীয় সিরিজ খেলতে আজ আয়ারল্যান্ড যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ত্রিদেশীয় সিরিজ খেলার পরই বিশ্বকাপের আসল মিশন শুরু হবে বাংলাদেশ ক্রিকেটারদের। আয়ারল্যান্ড ও বিশ্বকাপে যাওয়ার আগে মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন ক্রিকেটাররা। প্রধানমন্ত্রীর পরামর্শ ও উৎসাহ পান মাশরাফিবাহিনী। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রিকেটারদের উদ্দেশে বলেছেন, ‘আমাদের ক্রিকেট টিমের নাম শুনে সবাই এখন ভয় পায়। টাইগারদের এখন সবাই হিসেব করে চলে।’ সঙ্গে আরও বলেছেন, তোমরা কোন চাপ রাখবে না। তোমরা নিজেদের ওপর আত্মবিশ্বাস রেখে খেলবে। সবসময় মনে করবে- আমরা জিতব। হারলেও আত্মবিশ্বাস রাখতে হবে। কারণ আত্মবিশ্বাস হচ্ছে সবচেয়ে বড় জিনিস। যত বেশি কঠিন মুহূর্ত আসবে তত বেশি ঠা-া হবে। দুই একটা ম্যাচ হারলে অনেকে সমালোচনা করবেই। তারা সমালোচনা করুক।’ মাঠের ভেতর দেখে-শুনে-বুঝে খেলার পরামর্শও দেন প্রধানমন্ত্রী। সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্মকর্তাদের, কোচ ও সংশ্লিষ্টদের উদ্দেশেও প্রধানমন্ত্রী বলেন, ক্রিকেটারদের কোন চাপ দেয়া যাবে না। ওদের নিজেদের মতো খেলতে দিন। ওরা আত্মবিশ্বাস নিয়ে খেললে জয় আসবেই। দলের জন্য দেশবাসীর কাছেও দোয়া চান প্রধানমন্ত্রী। মাশরাফি, সাকিব, মুশফিকদের সঙ্গে খোশগল্পে মেতে ওঠেন তিনি। দেন নানা পরামর্শ। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে থাকছেন ১৯ ক্রিকেটার। তাসকিন আহমেদ, ফরহাদ রেজা, ইয়াসির আলী চৌধুরী ও নাঈম হাসান ছাড়া আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের দলের বাকি ১৫ জনই আছেন বিশ্বকাপ দলে। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন আয়ারল্যান্ডগামী ১৯ ক্রিকেটারই। তারা হচ্ছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, সহঅধিনায়ক সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল খান, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু জায়েদ চৌধুরী রাহী, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান রুম্মন, ইয়াসির আলী চৌধুরী, নাঈম হাসান, তাসকিন আহমেদ, ফরহাদ রেজা। দলের কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টের মধ্যে খালেদ মাহমুদ সুজন (বিশ্বকাপ টিম ম্যানেজার), মিনহাজুল আবেদীন নান্নু (ত্রিদেশীয় সিরিজের টিম ম্যানেজার), স্টিভ রোডস (প্রধান কোচ), কোর্টনি ওয়ালশ (পেস বোলিং কোচ), ম্যাকেঞ্জি (ব্যাটিং পরামর্শক), সুনীল যোশি (স্পিন বোলিং পরামর্শক), রায়ান কুক (ফিল্ডিং পরামর্শক), মারিও ভিল্লাভারায়ান, থিহান চন্দ্রমোহন, শ্রী নিবাস চন্দ্র শেখর, মেজর হুসাইন ইমাম (নিরাপত্তা ম্যানেজার), মেজর আবু হুমায়ুন মোরশেদ (নিরাপত্তা ম্যানেজার), রাবিদ ইমামও (মিডিয়া ম্যানেজার) ক্রিকেটারদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতকালে উপস্থিত থাকেন। আয়ারল্যান্ডগামী ও বিশ্বকাপ দলের ক্রিকেটারদের সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন বোর্ড পরিচালক ও কর্মকর্তাদের মধ্যে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন (এমপি), মাহবুবুল আনাম, আহমেদ সাজ্জাদুল আলম, নাঈমুর রহমান দুর্জয় (এমপি), মনজুর কাদের, এজেএম নাসের উদ্দিন, আকরাম খান, কাজী ইনাম আহমেদ, এসকে সোহেল, সাইফুল আলম স্বপন চৌধুরী, এ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, আলমগীর খান, সাইফুল আলম চৌধুরী নাদেল, মোহাম্মদ ইসমাইল হায়দার মল্লিক, মোঃ এনায়েত হোসেন সিরাজ, সৈয়দ আশফাকুল আলম, মোহাম্মদ জালাল ইউনুস, লোকমান হোসেন ভুঁইয়া, গাজী গোলাম মুর্তজা, মোঃ হানিফ ভুঁইয়া, তানজিল চৌধুরী, নজিব আহমেদ, শওকত আজিজ রাসেল, নিজাম উদ্দিন চৌধুরী (প্রধান নির্বাহী), তৌহিদ মাহমুদ (পিএস বিসিবি সভাপতি), মোহাম্মদ আলমগীর (পলিটিক্যাল সেক্রেটারি বিসিবি সভাপতি), কাউসার আজম (এ্যাসিসটেন্ট ম্যানেজার লজিস্টিক)। আয়ারল্যান্ডে ত্রিদেীশয় সিরিজ শুরু হবে ৫ মে। তবে বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ মে। রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে হবে সিরিজটি। স্বাগতিক আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ দিয়ে ৫ মে শুরু হবে এই সিরিজ। বাংলাদেশ মাঠে নামবে ৭ মে, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। আর ফাইনাল ১৭ মে। ডাবলিন, ক্লোনটার্ফ এবং মালাহিডে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। ৯ ও ১১ মে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াই করে ১৫ মে আবার স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। পয়েন্ট তালিকায় সেরা দুইয়ে থাকলে খেলবে ফাইনাল। ত্রিদেশীয় সিরিজ খেলার পর বিশ্বকাপে খেলতে ইংল্যান্ড এ্যান্ড ওয়েলসে যাবে বাংলাদেশ। ৩০ মে শুরু হবে বিশ্বকাপ। এর আগে ২৬ ও ২৮ মে কার্ডিফে পাকিস্তান ও ভারতের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে। ২ জুন বিশ্বকাপের মূলপর্বের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ থাকবে দক্ষিণ আফ্রিকা। এরপর এক এক করে ৫ জুন নিউজিল্যান্ড, ৮ জুন ইংল্যান্ড, ১১ জুন শ্রীলঙ্কা, ১৭ জুন ওয়েস্ট ইন্ডিজ, ২০ জুন অস্ট্রেলিয়া, ২৪ জুন আফগানিস্তান, ২ জুলাই ভারত আর ৫ জুলাই পাকিস্তানের বিপক্ষে খেলবে টাইগাররা। অনেক দীর্ঘ সময় ধরে একটানা খেলার মধ্যে থাকতে হবে। আজ যে আয়ারল্যান্ডে যাবেন ক্রিকেটাররা দেশে ফেরার সুযোগ হয়ােত একবারে বিশ্বকাপের মিশন শেষ হলেই পাবেন। আর তাই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতটি মঙ্গলবারই হয়ে গেল। প্রধানমন্ত্রীর পরামর্শ ও উৎসাহ নিয়েই বিশ্বকাপের মিশনে যাচ্ছেন ক্রিকেটাররা।
×