ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অরিত্রীর আত্মহত্যা মামলায় চার্জশীট গ্রহণ, অব্যাহতি পেলেন শ্রেণী শিক্ষক

প্রকাশিত: ১১:২৮, ১ মে ২০১৯

অরিত্রীর আত্মহত্যা মামলায় চার্জশীট গ্রহণ, অব্যাহতি পেলেন শ্রেণী  শিক্ষক

কোর্ট রিপোর্টার ॥ ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী অরিত্রী অধিকারী (১৪) আত্মহত্যার প্ররোচনার মামলায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস ও শাখার প্রধান জিন্নাত আক্তারের বিরুদ্ধে চার্জশীট গ্রহণ করেছে সিএমএম আদালত। তবে তদন্ত কর্মকর্তার আবেদন অনুযায়ী শ্রেণী শিক্ষিকা হাসনা হেনাকে অব্যাহতি দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী অরিত্রীর বাবা দিলীপ অধিকারীর উপস্থিতিতে এ চার্জশীট গ্রহণ করেন। গত ২৫ মার্চ মামলাটির তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক কামরুল হাসান তালুকদার আদালতে চার্জশীট দাখিল করেন। ১০ এপ্রিল আদালত ৩০ এপ্রিল বাদীর উপস্থিতিতে চার্জশীট গ্রহণের শুনানির দিন ঠিক করেন। সে অনুযায়ী মঙ্গলবার বাদী আদালতে উপস্থিত হন এবং তার কোন আপত্তি নেই বলে জানান।
×