ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নুসরাত হত্যাকাণ্ড

চার পুলিশের দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

প্রকাশিত: ১১:২১, ১ মে ২০১৯

চার পুলিশের দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

নিয়াজ আহমেদ লাবু ॥ নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় ফেনীর সোনাগাজীর ওসিসহ চার পুলিশের দায়িত্ব অবহেলার প্রমাণ পেয়েছে পুলিশ সদর দফতরের তদন্ত কমিটি। এদিকে তিন সপ্তাহেও এই হত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি ফেনী জেলা প্রশাসনের তদন্ত কমিটি। অন্যদিকে কিলিং মিশনের সরাসরি অংশগ্রহণকারী শাহাদাত হোসেন শামীমের ল্যাপটপ ও তার মায়ের মোবাইল ফোন জব্দ করেছে পিবিআই। সেই মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীসহ অন্তত ৩০ জনের লিখিত সাক্ষ্য নেয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনসহ অন্তত চার পুলিশ সদস্যের দায়িত্বে গাফিলতির প্রমাণ পেয়েছে পুলিশ সদর দফতরের তদন্ত কমিটি। মঙ্গলবার তদন্ত কমিটি তাদের তদন্ত প্রতিবেদন পুলিশ হেডকোয়ার্টারে জমা দিয়েছে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তদন্ত কমিটি ফেনীর পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার, সাবেক ওসি মোয়াজ্জেমসহ সংশ্লিষ্ট ১০ পুলিশ কর্মকর্তা, মাদ্রাসা কমিটি, স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি ও প্রশাসনের প্রতিনিধি মিলিয়ে অন্তত ৩৭ জনের বক্তব্য নিয়েছেন। তদন্ত কমিটির প্রধান এবং পুলিশ সদর দফতরের ডিআইজি এসএম রুহুল আমীন জানান, তদন্ত কাজ শেষ। সোনাগাজীর ওসির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ মে ॥ এদিকে ফেনীর সোনাগাজী থানা থেকে প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন তারিখ আগামী ২৭ মে নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। মঙ্গলবার মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারিত ছিল। কিন্তু এদিন পিবিআই তদন্ত প্রতিবেদন দাখিল করতে না পারায় সময়ের আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসলাম জগলুল হোসেন তা মঞ্জুর করে নতুন করে এ দিন ঠিক করেন। সোনাগাজীর মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফি থানায় অভিযোগ দিতে আসার পর তাকে আপত্তিকর প্রশ্ন করেন ও ভিডিওধারণ করে ছড়িয়ে দেন। এই অভিযোগে ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে গত ১৫ এপ্রিল সুপ্রীমকোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। শামীম কারাগারে ॥ আমাদের ফেনীর নিজস্ব সংবাদদাতা জানান, নুসরাত আগুনে পুড়িয়ে হত্যায় সরাসরি জড়িত শাহাদাত হোসেন শামীমকে তিন দিনের রিমান্ড শেষে মঙ্গলবার বিকেলে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম জাকির হোসাইনের আদালতে আনেন মামলার তদন্তকারী কর্মকর্তা শাহ আলম। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত বৃহস্পতিবার রিমান্ডের শুনানির দিন ধার্য করে শামীমকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।
×