ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আপাতত আর আইপিও আবেদন নেবে না কমিশন

প্রকাশিত: ১০:১৫, ১ মে ২০১৯

আপাতত আর আইপিও আবেদন নেবে না কমিশন

অর্থনৈতিক রিপোর্টার ॥ পাবলিক ইস্যু রুল সংশোধন করার আগে আর কোন নতুন প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন নেবে না বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার অনুষ্ঠিত কমিশনের ৬৮৪তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু) রুলস, ২০১৫ এর সংশোধন করার উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। এই সংশোধন হওয়ার আগ মঙ্গলবার থেকে আইপিও সংক্রান্ত নতুন কোন আবেদন গ্রহণ করা হবে না। তবে ইতোমধ্যে যেসব কোম্পানির আইপিও আবেদন জমা পড়ে আছে সেগুলোর ক্ষেত্রে বিদ্যমান আইন অনুযায়ী বিবেচনা করা হবে। অর্থাৎ আইপিওর জন্য আবেদন দাখিল করা কোম্পানিগুলোর ক্ষেত্রে আগের নিয়মেই অনুমোদন দেয়া হবে। এদিকে কমিশনের এই দিনের সভায় ক্যাপিটাল রেইজিং সংক্রান্ত আরেকটি সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। মঙ্গলবার থেকে অ-তালিকাভুক্ত কোন কোম্পানির মূলধন উত্তোলন সংক্রান্ত কোন আবেদন গ্রহণ করা হবে না। তবে ইতোমধ্যে যেসব অ-তালিকাভুক্ত কোম্পানির মূলধন উত্তোলনের (ক্যাপিটাল রেইজিং) আবেদন জমা পড়ে আছে সেগুলোর ক্ষেত্রে বিদ্যমান আইন অনুযায়ী বিবেচনা করা হবে। অন্যদিকে ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেডের ৩০০ কোটি টাকার নন কনভার্টেবল জিরো কুপন বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তথ্যমতে, বন্ডটি নন কনভারটেবল জিরো কুপন বন্ড। যার মেয়াদ হবে ৫ বছর। বন্ডটির বৈশিষ্ট্য হচ্ছে- নন কনভারর্টেবল, পুরোপুরি অবসায়নযোগ্য, আন সিকিউরড, আন লিস্টেট জিরো কুপন বন্ড। বন্ডটি ৫ বছরে পূর্ণ অবসায়ন হবে, যা বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ইন্স্যুরেন্স কোম্পানিসমূহ, অন্য কর্পোরেট প্রতিষ্ঠান এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীগণকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড কোম্পানির চলমান অর্থায়ন প্রয়োজনীয়তা মেটাতে তারল্য স্থিতি শক্তিশালী করবে। উক্ত বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। বন্ডটির ট্রাস্টি এবং ম্যানডেটেড লিড এ্যারেঞ্জার হিসাবে যথাক্রমে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাংক কাজ করছে।
×