ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সোশ্যাল মিডিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার শ্রীলঙ্কার

প্রকাশিত: ০৯:৩২, ১ মে ২০১৯

সোশ্যাল মিডিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার শ্রীলঙ্কার

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে শ্রীলঙ্কা সরকার। ইস্টার সানডে পর্বের দিন প্রাণঘাতী বোমা হামলার পর গুজব ছড়ানো বন্ধ করতে যে পদক্ষেপ নেয়া হয়েছিল তা তুলে নেয়া হয়েছে বলে মঙ্গলবার প্রেসিডেন্ট দফতরের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছেন। ফেসবুক, হোয়াটসএ্যাপ ও ভাইবারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকরী হবে বলে জানান তিনি। ২১ এপ্রিল আটটি এলাকায় প্রায় একযোগে চালানো আত্মঘাতী বোমা হামলায় ২৫৩ জন নিহত হওয়ার পর থেকে বৌদ্ধ প্রধান ভারত মহাসাগরের এই দ্বীপ দেশটিতে উচ্চ নিরাপত্তা সতর্কতা জারি আছে। মঙ্গলবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, মুসলিমদের পবিত্র মাস রমজান শুরু হওয়ার আগে জঙ্গীরা নতুন হামলা চালানোর পরিকল্পনা করছে- এমন গোয়েন্দা প্রতিবেদন পাওয়ার পর নিরাপত্তা বাহিনীগুলো উচ্চ সতর্কাবস্থায় রয়েছে। -ওয়েবসাইট
×