ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় ৪২ বিদেশী নাগরিক নিহত

প্রকাশিত: ০৯:৩২, ১ মে ২০১৯

শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় ৪২ বিদেশী নাগরিক নিহত

শ্রীলঙ্কা কর্তৃপক্ষ ইস্টার সানডে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২শ’ ৫৯ জনের মধ্যে ৪২ জন বিদেশী নাগরিক রয়েছেন। কর্মকর্তারা মঙ্গলবার এ কথা বলেছেন। খবর এএফপির। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, আরও ১২ বিদেশীর বিষয়ে এখনও কোন ব্যাখ্যা দেয়া হয়নি এবং কলম্বোর পুলিশ মর্গে এখনও কিছু সংখ্যক শনাক্তহীন মৃতদেহের মধ্যে তাদের মৃতদেহ থাকতে পারে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসী হামলায় নিহত বিদেশীদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক রয়েছেন ভারতীয় নাগরিক এবং এরপর ব্রিটেনের রয়েছেন ৬ জন, চীনের ৪ জন ও ডেনমার্কের ৩ জন। সৌদি আরব, স্পেন ও তুরস্ক প্রতিটি দেশের ২ জন নিহত হয়েছেন। বাংলাদেশ, জাপান, নেদারল্যান্ডস, পর্তুগাল, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের ১ জন করে নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬ জন রয়েছেন যাদের রয়েছে একাধিক নাগরিকত্ব। এর আগে কর্তৃপক্ষ বলেছিল, ৪০ বিদেশী নাগরিক নিহত হয়েছেন।
×