ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাহুলের নাগরিকত্ব নিয়ে ফের বিতর্ক

প্রকাশিত: ০৯:৩১, ১ মে ২০১৯

রাহুলের নাগরিকত্ব নিয়ে ফের বিতর্ক

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ফের নাগরিকত্ব নিয়ে বিতর্কে জড়ালেন। মঙ্গলবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগামী ১৫ দিনের মধ্যে রাহুলের নাগরিকত্ব নিয়ে ব্যাখ্যা চেয়েছে। বিজেপির সাংসদ সুব্রমনিয়াম স্বামী সম্প্রতি রাহুলের নাগরিতকত্ব নিয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর লিখিত আবেদনে বলেন, রাহুল ঠিক কোন্ দেশের নাগরিক তা খতিয়ে দেখা হোক। -খবর এনডিটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের। সুব্রমনিয়াম স্বামীর ওই আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাহুল বরাবর এই চিঠি পাঠিয়েছে। রাহুলের মনোনয়ন ঘিরে কার্যত বিতর্কের সূত্রপাত। বিজেপি শিবিরের অভিযোগ, ভারতের নাগরিকত্ব নেই রাহুল গান্ধীর। এই অবস্থায় তিনি নির্বাচনে লড়তে পারেন না। নির্বাচন কমিশনে রাহুলের বিরুদ্ধে আরও কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিযোগ জমা পরে। এসব অভিযোগে রাহুলের মনোনয়ন দাখিল প্রক্রিয়া খানিকটা বিঘিœত হয়। এসবের মধ্যে সুব্রমনিয়াম স্বামী ফের অভিযোগ করেন। কংগ্রেসের দাবি নির্বাচনের আগে মোদি শিবির রাহুলের জনপ্রিয়তা রুখতে এই পদক্ষেপ নিয়েছে। রাহুলের বোন, কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, আমি এই ধরনের বাজে কথা আগে কখনও শুনিনি। সমগ্র ভারতের লোক জানে রাহুলের জন্ম এবং বেড়ে ওঠা ভারতের মাটিতে। উত্তর প্রদেশের আমেথিতে রাহুলের হয়ে মঙ্গলবার প্রচার চালানোর সময় সাংবাদিকরা প্রিয়াঙ্কাকে এ বিষয়ে প্রশ্ন করেন। প্রিয়াঙ্কা আরও বলেন, রাহুল একজন ভারতীয় এ বিষয়টি সবাই জানে। কংগ্রেস মুখপাত্র সঞ্জয় ঝা বলেন, ¯্রফে আতঙ্ক থেকে বিজেপি শিবির এই কাজ করেছে। লোকসভা নির্বাচনের মধ্যে রাহুলের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা ষড়যন্ত্র। কংগ্রেসের অপর মুখপাত্র রণদীপ সুর্যেওয়ালা বলেন, সারাবিশ্ব জানে রাহুল ভারতের নাগরিক।
×