ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাগদাদির নয়া ভিডিও

প্রকাশিত: ০৯:৩০, ১ মে ২০১৯

বাগদাদির নয়া ভিডিও

কয়েক বছর লোকচক্ষুর অন্তরালে থাকা জঙ্গী সংগঠন আইএস প্রধান আবু বকর আল বাগদাদির একটি নয়া ভিডিও প্রকাশিত হয়েছে। পাঁচ বছর পর সোমবার প্রথমবারের মতো আইএস এই ধরনের ভিডিও প্রকাশ করল। খবর দ্যা গার্ডিয়ান, সিএনএন ও বিবিসি অনলাইনের। তবে ভিডিও ঠিক কবে ধারণ করা হয়েছে এ বিষয়টি স্পষ্ট হওয়া যায়নি। নিজেকে আইএস প্রধান বাগদাদি দাবি করে ভিডিওটিতে তাকে বলতে শোনা যায়, বাঘুজের যুদ্ধ শেষ হয়েছে। ভিডিওতে পশ্চিমাদের বিরুদ্ধে আইএসের দীর্ঘস্থায়ী যুদ্ধ পরিচালনার ওপর জোর দেন ৪৭ বছর বয়সী এই জঙ্গী নেতা। তিনি বলেন, আইএসের যারা মারা গেছে তাদের মৃত্যুর চরম প্রতিশোধ নেয়া হবে। আর সামনে আরও যুদ্ধ অপেক্ষা করছে। ভিডিওটিতে বাগদাদি শ্রীলঙ্কা হামলা নিয়েও কথা বলেন। ভিডিওতে তাকে আস্তে আস্তে কথা বলতে শোনা যায়। এ সময় বাগদাদির মুখে লম্বা দাঁড়ি, পাশে একটি স্বয়ংক্রিয় কালাসনিকভ রাইফেল রাখা। তার পাশে আরও তিনজনকে দেখা গেলেও তাদের মুখ ঝাপসা করে দেয়া হয়েছে। ভিডিওটিতে একটি কুশনের ওপর পায়ের ওপর পা তুলে বসা অবস্থায় দেখা যাচ্ছে তাকে। কথার মাঝখানে বাগদাদি কয়েক সেন্ডের বিরতি নিয়ে বাক্য শেষ করেছেন। ২০১৪ সালে প্রকাশিত আরেক ভিডিওতে ইরাকের মসুল শহরের গ্রান্ড মসজিদের মেহরাব থেকে বাগদাদিকে সিরিয়া ও ইরাকের বিস্তুত অঞ্চলে ‘খিলাফত’ প্রতিষ্ঠার দাবি জানাতে দেখা গিয়েছিল বাগদাদিকে। তারপরই লোকচক্ষুর আড়ালে চনে যান বাগদাদি। আইএস দাবি করেছে, এপ্রিল মাসে এই ভিডিওটি ধারণ করা। ১৮ মিনিটের ওই ভিডিওটি আইএসের আল ফুরকান মিডিয়া নেটওয়ার্কে পোস্ট করা হয়েছে। এতে বাগদাদি বলেছেন, সিরীয় শহর বাঘুজ হারানোর প্রতিশোধ হিসেবে শ্রীলঙ্কায় ইস্টার সানডেতে হামলা চালানো হয়েছে। আইএস শ্রীলঙ্কা হামলার দায় স্বীকার করলেও প্রাথমিক ওই দাবিতে বাঘুজ শহরের কথা উল্লেখ করেনি। বাঘুজ প্রসঙ্গে বাগদাদিকে বলতে শোনা যায়, বাঘুজের যুদ্ধ শেষ হয়েছে। এই যুদ্ধের পর আরও যুদ্ধ আসছে। বুরকিনা ফাসো ও মালির জঙ্গীরা তার আনুগত্য অঙ্গীকার করেছে বলে ভিডিওতে জানিয়েছেন তিনি। সুদান ও আলজিরিয়ার সরকারবিরোধী বিক্ষোভ নিয়েও কথা বলেছেন বাগদাদি। এ প্রসঙ্গে তিনি বলেন, স্বেচ্ছাচারী শাসকদের একমাত্র সমাধান ‘জিহাদ’। আলজিরিয়া ও সুদানে চলতি মাসে গণবিক্ষোভের মুখে দীর্ঘদিনের শাসকরা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন। ভিডিওটির শেষ দিকে বাগদাদির ছবি অদৃশ্য হয় এবং এর বদলে তার একটি অডিও রেকর্ডিং শোনানো হয় যেখানে তিনি শ্রীলঙ্কার হামলা নিয়ে আলোচনা করেন। মূল ভিডিওটি শেষ হওয়ার পর এই অংশটি যোগ করা হয়ে থাকতে পারে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। মার্কিন গোয়েন্দা সূত্র বলেছেন, ভিডিওটির সত্যতা যাচাইয়ে তদন্ত করা হবে। এই জঙ্গী নেতার আসল নাম ইব্রাহিম আওয়াদ ইব্রাহিম আল-বাদরি। ১৯৭১ সালে ইরাকের সামারা শহরে জন্ম নেন তিনি। ইরাকের প্রখ্যাত সাদ্দাম বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রী লাভ করেন। এরপর ধীরে ধীরে উগ্রপন্থার দিকে ঝুঁকে যান। ২০০০ সালের পর বাগদাদি অপর আন্তর্জাতিক জঙ্গী সংগঠন আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত হন। গত পাঁচ বছরে তাঁর কোন ভিডিও বার্তা প্রকাশিত না হলেও গত বছরের আগস্টে তার একটি অডিও বার্তা প্রকাশিত হয়েছিল। এ পর্যন্ত বহুবার বাগদাদির মৃত্যুর খবর এসেছে। এদিকে বাগদাদির এই ভিডিও ঘিরে রহস্য দানা বেঁধেছে। বস্তুত ২০১৪ সালের পর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। গত আগস্ট মাসে তার কণ্ঠস্বর প্রকাশ্যে আসে। এর ঠিক ৮ মাস আগে ইরাকের পক্ষ থেকে বলা হয়েছিল, ইরাক থেকে আইএসকে নির্মূল করা সম্ভব হয়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, আইএসের খিলাফত বিলুপ্ত হয়েছে। এবার বাগদাদির নতুন ভিডিও প্রকাশ করে উপস্থিতি জানান দিতে চাইল আইএস। সম্প্রতি মধ্যপ্রাচ্য সফর শেষে যুক্তরাষ্ট্রে ফেরা মার্কিন সিনেটর এ্যাঙ্গাস কিং বলেন, মধ্যপ্রাচ্য সফরের সময় ইরাকী ও কুর্দি বাহিনীর বহু সরকারী কর্মকর্তা আমাকে বলেছেন, এখনও ইরাক ও সিরিয়ায় আইএসের ১৫ হাজার থেকে ৩০ হাজার জঙ্গী অবস্থান করছে। অবশ্য এই দেশ দুটির আইএসের ডেরাগুলো এখন যৌথবাহিনীর দখলে।
×