ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মোজাম্বিকে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ৩৮ জনের প্রাণহানি

প্রকাশিত: ২৩:০১, ৩০ এপ্রিল ২০১৯

মোজাম্বিকে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ৩৮ জনের প্রাণহানি

অনলাইন ডেস্ক ॥ পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে ঘূর্ণিঝড় কেনেথ-এর তাণ্ডবে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। সোমবার দেশটির ন্যাশনাল ইন্সটিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এ তথ্য জানিয়েছে। গত বৃহস্পতিবার দেশটিতে আঘাত আনে ঘূর্ণিঝড় কেনেথ। এর গতিবেগ ছিল ঘণ্টায় ২২০ কিলোমিটার। মাসখানেক আগেই শক্তিশালী ঘূর্ণিঝড় আইডাই আঘাত হানে দেশটিতে। ওই অঞ্চলের তিন দেশে আইডাই-এর আঘাতে প্রায় ৯০০ মানুষের মৃত্যু হয়। ঘূর্ণিঝড়ের আঘাতে একটি গ্রাম উড়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার সমন্বয়ক বিষয়ক কমিশনের আঞ্চলিক কার্যালয়ের প্রধান গেম কনেল বলেন, ওপর থেকে দেখলে মনে হয়, কেউ এই এলাকায় বুলডোজার চালিয়েছে। টুইটারে প্রকাশিত এক ভিডিওতে গেম কনেল, আবহাওয়া এখনও বৈরী। বৃষ্টি হচ্ছে। তবে ভাগ্য ভালো বাতাস কমে গেছে। স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দেওয়া হবে। সরকারি কর্মকর্তারা জানান, ঘূর্ণিঝড়ের তাণ্ডব থেকে বাঁচতে ২০ হাজার মানুষ স্কুল, গির্জাসহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।
×