ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিনেবাজ ফিল্মসের যাত্রা শুরু

প্রকাশিত: ১৩:১৭, ৩০ এপ্রিল ২০১৯

সিনেবাজ ফিল্মসের যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার ॥ সঙ্কটে বাংলা চলচ্চিত্র। ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে দেশের অনেক নামী চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান। এমতাবস্থায় বাংলা চলচ্চিত্রকে পৃষ্ঠপোষকতা করে দেশে ও দেশের বাইরে এগিয়ে নিয়ে যাওয়ার মতো প্রতিষ্ঠানের সংখ্যা এখন খুবই কম। তাই ভাল চলচ্চিত্র দর্শককে উপহার দিতে এবং প্রতি বছর গুণগতমানের কিছু প্রোডাকশন দর্শকের কাছে পৌঁছাতে সিনেবাজ ফিল্মস তার যাত্রা শুরু করতে যাচ্ছে। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে হয়ে গেল এর উদ্বোধন। উদ্বোধনী এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, নির্মাতা ও সিনেবাজ ফিল্মসের ক্রিয়েটিভ ডিরেক্টর ইফতেখার চৌধুরী, প্রতিষ্ঠানের সিইও শাম ইসলাম, চেয়ারপার্সন জোৎস্না ইসলাম, জনপ্রিয় অভিনেতা ও কোম্পানির ডিরেক্টর অব কমিউনিকেশন স্বাধীন খসরু, কনসালটেন্ট রমিম রায়হান, মিউজিক সুপারভাইজার আহমেদ হুমায়ূন প্রমুখ। প্রধান অতিথি বলেন, আপনারা চলচ্চিত্র বানান আমি সব সময় আপনাদের সঙ্গে আছি। এই প্রতিষ্ঠানের জন্য শুভ কামনা জানাচ্ছি। সিনেবাজ ফিল্মসের সিইও শাম ইসলাম বলেন, বিদেশে থাকলেও আমি বাংলা চলচ্চিত্রকে ভালবাসি। এখানের শিল্পী, কলাকুশলীরা অনেক মেধাবী। তাদের নিয়ে গুণগতমানের প্রোডাকশন নিয়মিত করতে চাই এবং বিশ্বের মানুষের কাছেও তা পৌঁছাতে চাই। প্রতিষ্ঠানটির চেয়ারপার্সন জোৎস্না ইসলাম বলেন, ছোটবেলা থেকেই বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের দেখে এসেছি। পরিচালক, প্রযোজকরা ভাল মানের ছবি উপহার দিয়েছেন। এখনও বিশ্বাস করি, আমরা ভাল কিছু কাজ এই সিনেবাজের মাধ্যমে দর্শককে দিতে পারব।
×