ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাট্যতীর্থের ‘শতরজনীর নাট্যমেলা’ শুরু কালধ

প্রকাশিত: ১৩:১৪, ৩০ এপ্রিল ২০১৯

নাট্যতীর্থের ‘শতরজনীর নাট্যমেলা’ শুরু কালধ

সাজু আহমেদ ॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আগামীকাল ১ মে বুধবার থেকে ‘শতকে বিদ্যমান সহস্রের আহ্বান’ স্লোগানে পাঁচ দিনব্যাপী বিশেষ একটি নাট্য উৎসবের আয়োজন করতে যাচ্ছে ঢাকার মঞ্চের অন্যতম নন্দিত নাট্য সংগঠন নাট্যতীর্থ। এ উৎসবের নামকরণ করা হয়েছে ‘শতরজনীর নাট্যমেলা’। উৎসবে অংশ নেয়া নাট্য সংগঠনগুলো তাদের একটি প্রযোজনার শততম মঞ্চায়ন করবে। উৎসবে অংশ নিচ্ছে আয়োজক নাট্যতীর্থ, প্রাচ্যনাট, চট্টগ্রামের নান্দিকার এবং কক্সবাজার থিয়েটার। উৎসবে নাট্যতীর্থের দুটি এবং অন্যদলগুলোর একটি করে নাটকের শততম মঞ্চায়ন হবে। এ উপলক্ষে বিশেষ সেমিনার এবং দেশের কয়েকজন গুণী নাট্যব্যক্তিত্বকে সম্মাননা দেয়া হবে বলে জানা গেছে। ১ মে নাট্যমেলার উদ্বোধনী দিনে থাকছে বিশেষ আয়োজন। এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। আয়োজনের উদ্বোধন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক, ঋত্বিক নাট্যপ্রাণ লিয়াকত আলী লাকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নাট্যতীর্থের দল প্রধান তপন হাফিজ। এছাড়া উৎসবে বিভিন্ন দিন উপস্থিত থাকবেন মঞ্চ সারথী আতাউর রহমান, মামুনুর রশীদ, আহমেদ ইকবাল হায়দার ও লাকী ইনাম। নাট্যতীর্থের দল প্রধান তপন হাফিজ এ উৎসব প্রসঙ্গে বলেন, ‘শতরজনীর নাট্যমেলা’ শীর্ষক ব্যতিক্রমী এই উৎসবে আমাদের নাট্যতীর্থের দুটি এবং অন্য তিনদলের তিনটি নাটকের শততম মঞ্চায়ন হবে। নাট্যতীর্থ ছাড়া অন্যদলগুলো হলো ঢাকার প্রাচ্যনাট, চট্টগ্রামের নান্দিকা এবং কক্সবাজারের কক্সবাজার থিয়েটার। ‘শতরজনীর নাট্যমেলা’য় পৃষ্ঠপোষকতা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং অপটিমাম। উৎসবে প্রাচ্যনাটের ‘সার্কাস সার্কাস’ চট্টগ্রামের নান্দিকার ‘জ্ঞান বৃষের ফল’, কক্সবাজার থিয়েটারে ‘টু ইডিয়েটস’, নাট্যতীর্থের ‘কমলা সুন্দরী’ এবং ‘দ্বীপ’ নাটকের শততম মঞ্চায়ন হবে। এছাড়া নাট্যমেলার চতুর্থ দিন ৪ মে বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে ‘বাংলাদেশের শতরজনী অতিক্রান্ত মঞ্চনাটক’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন নাট্যকার মাহফুজা হিলালী। সেমিনারে দেশের শীর্ষস্থানীয় নাট্যজন ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত থাকবেন। নাট্যতীর্থকে সব সময় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করে আসছেন এমন বিশিষ্ট কয়েক ব্যক্তিকে উৎসবে বিশেষ সম্মাননা দেয়া হবে। এরা হলেন শহিদুল আলম সাচ্চু, এনায়েত মাওলা জিন্নাহ, কামাল উদ্দীন কবির, বৃন্দাবন দাস ও কাজী শিলা সুলতানা। এছাড়া উৎসবের সমাপনী দিনে শততম প্রদর্শনীর প্রত্যেকটিতে অংশ নিয়েছেন এমন নাট্যকর্মীদের মধ্য থেকে ১০ জনকে ‘শতরজনী সম্মাননা’ শীর্ষক দেয়া হবে। সম্মাননার জন্য মনোনীতরা হলেন থিয়েটারের মারুফ কবীর, নাটক ‘মেরাজ ফকিরের মা’, ঢাকা থিয়েটারের শতদল বড়ুয়া, নাটক ‘কীত্তনখোলা’, নাট্যকেন্দ্রের ইকবাল বাবু, নাটক ‘বিচ্ছু’, ঢাকা পদাতিকের দেবাশীষ ঘোষ, নাটক ‘এই দেশে এই বেশে’, নাগরিক নাট্য সম্প্রদায়ের মোঃ ফকরুজ্জামান চৌধুরী, নাটক ‘রক্তকরবী’, নাট্যচক্রের তুলিকা চৌধুরী, নাটক ‘ভদ্দরনোক’, শূন্যনের মোমেনা চৌধুরী, নাটক ‘লাল জমিন’, নাগরিক নাট্যাঙ্গন বাংলাদেশের হৃদি হক, নাটক ‘প্রাগৈতিহাসিক’, মহাকাল নাট্য সম্প্রদায়ের পলি বিশ্বাস, নাটক ‘শিখ-ী কথা’ এবং লোক নাট্যদলের খাদিজা মোস্তারী মাহিন, নাটক ‘মুজিব মানে মুক্তি’। উৎসবে মঞ্চস্থ হবে নাট্যতীর্থের প্রথম প্রযোজনা ‘কমলা সুন্দরী’। দ্বিজ ঈশানের মূল পালা সংগ্রহ ও সঙ্কলিত করেছেন দীনেশ চন্দ্র সেন। নাট্যরূপ ও গীত রচনা করেছেন আব্দুল হালিম আজিজ। নির্দেশনা দিয়েছেন নাট্যতীর্থের প্রতিষ্ঠাতা আহ্বায়ক তপন হাফিজ। ‘কমলা সুন্দরী’ নাটকে অভিনয় করেন তপন হাফিজ, সাদিয়া ইসলাম শান্তা, শামসুর রহমান পেরু, মারুফ তমাল, অয়ন, সেলিম, মোনা, নিপা, মিকাঈল, মাসুদ, নজরুল, জয়, নিরু, নাসির প্রমুখ। ‘কমলা সুন্দরী’ ময়মনসিংহ গীতিকার অন্যতম জনপ্রিয় একটি আখ্যান। অন্যদিকে নাট্যতীর্থের ‘দ্বীপ’ নাটকটি রচনা করেছেন প্রখ্যাত নাট্যকার, অভিনেতা উৎপল দত্ত। নির্দেশনা দিয়েছেন নাট্যতীর্থ দলপ্রধান তপন হাফিজ। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন তপন হাফিজ, সাদিয়া ইসলাম শান্তা, এস এম সামসুর রহমান পেরু, মারুফ তমাল, মোনালিসা মোনা, সেলিম সোলায়মান ও ইসমাইল আহমেদ অয়ন। নাটকটির মঞ্চ পরিকল্পনা ফয়েজ জহির, আলো করেছেন ঠা-ু রায়হান, পোশাক কাজী শিলা, রূপসজ্জায় সুভাশীষ দত্ত তন্ময়। প্রাচ্যনাটের ‘সার্কাস সার্কাস’ নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। নাটকে অভিনয় করেন আজাদ আবুল কালাম, আসলামুজ্জামান পলাশ, তপন মজুমদার, শাহেদ আলী, হীরা চৌধুরী, সাখাওয়াত হোসেন রিজভী, জাহাঙ্গীর আলম, এ বি এস জেম, শতাব্দী ওয়াদুদ, তৌফিকুল ইসলাম ইমন, রাহুল আনন্দ, ঋতু সাত্তার, সানজিদা প্রীতি, পারভিন সুলতানা কলি, ফরহাদ, রফিকুল ইসলাম, সজীব প্রমুখ। এছাড়া উৎসবে মঞ্চস্থ হবে কক্সবাজার থিয়েটারের ‘টু ইডিয়টস’। রুশ গল্পকার আন্দ্রে সালতিকভ শ্চেদ্রিনের ছোটগল্প অবলম্বনে প্রখ্যাত নাট্যকার চন্দন সেনের ‘দুই হুজুরের গপ্পো’ নাটকটির রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন স্বপন ভট্টাচার্য্য।
×