ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অধ্যাপক আনিসুজ্জামান পেলেন সার্ক সাহিত্য পুরস্কার

প্রকাশিত: ১৩:০২, ৩০ এপ্রিল ২০১৯

অধ্যাপক আনিসুজ্জামান পেলেন সার্ক সাহিত্য পুরস্কার

স্টাফ রিপোর্টার ॥ সময়ের এক আধুনিক মানুষ জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। তার হাতে প্রাণ পেয়েছে এদেশের শিক্ষা ও সংস্কৃতির আন্দোলন। জ্ঞানের চর্চায় আলোকিত করেছেন শিক্ষার ক্ষেত্র। সাংস্কৃতিক পরিম-লের বিকাশে রেখেছেন বিশেষ ভূমিকা। কাজের স্বীকৃতি হিসেবে অর্জন করেছেন দেশ-বিদেশের অসংখ্য পুরস্কার ও সম্মাননা। এবার এই বরেণ্য ব্যক্তিত্বের প্রাপ্তির তালিকায় যুক্ত হলো সার্ক সাহিত্য পুরস্কার ২০১৯। আগামী মে মাসে তার হাতে তুলে দেয়া হবে এই পুরস্কার। শ্রীলঙ্কার কলম্বোয় অবস্থিত সার্ক কালচারাল সেন্টারের সদর দফতর থেকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, আগামী ২১ মে সার্কের কালচারাল রাজধানী ভুটানের থিম্পুতে আয়োজিত এক অনুষ্ঠানে ড. আনিসুজ্জামানের হাতে এই পুরস্কার তুলে দেয়া হবে। পুরস্কারপ্রাপ্তি ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ড. আনিসুজ্জামান বলেন, সার্ক সাহিত্য পুরস্কার একটি সম্মানজনক পুরস্কার। এই পুরস্কার পেয়ে আমি আনন্দিত।
×