ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গুলিস্তানে পুলিশের ওপর বোমা হামলা আহত ৩

প্রকাশিত: ১২:৩৪, ৩০ এপ্রিল ২০১৯

গুলিস্তানে পুলিশের ওপর বোমা হামলা আহত ৩

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় কর্তব্যরত পুলিশের ওপর বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে দুই ট্রাফিক পুলিশ ও এক কমিউনিটি পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হচ্ছেন ট্রাফিক কনস্টেবল নজরুল ইসলাম (৩৭) লিটন চৌধুরী (৪০) ও কমিউনিটি পুলিশ সদস্য মোঃ আশিক (২৬)। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসকরা জানান, তাদের মধ্যে পুলিশ সদস্য নজরুলের মাথায় স্পিøন্টার বিদ্ধ হওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। বাকিদের কারও পিঠে, ঘাড়ে স্পিøন্টার বিদ্ধ হয়েছে। এদিকে ঘটনার পর ঘটনাস্থল বঙ্গবন্ধু এভিনিউয়ের ডন প্লাজার সামনের রাস্তায় ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিট, ডিবি পুলিশ, সিটিটিসি, র‌্যাব ঘটনাস্থল ঘিরে রেখেছে। এ সময় সিআইডির ক্রাইম সিনের সদস্যরা আলামত সংগ্রহ করছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। পুলিশের মতিঝিল জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি ট্রাফিক) বজলুর রহমান জানান, সোমবার রাত পৌনে ৮টার দিকে গুলিস্তান বঙ্গবন্ধু এভিনিউয়ের ডন প্লাজার সামনের রাস্তায় দায়িত্ব পালন করছিলেন ওই পুলিশ সদস্যরা। এ সময় কে বা কারা তাদের লক্ষ্য করে একটি ককটেল ছুড়ে মারে। এতে ওই তিন পুলিশ সদস্য আহত হন। তারা ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসাধীন। এদের মধ্যে এক পুলিশ সদস্যের অবস্থায় আশঙ্কাজনক। একটি গোয়েন্দা সংস্থার এএসআই সম মর্যাদার এক কর্মকর্তা জানান, রাতে সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের বিপরীতে ট্রাফিকের ছাতার (ছাউনি) নিচে তিন কর্মকর্তা দাঁড়িয়ে দায়িত্ব পালন করছিলেন। এ সময় কে বা কারা সেখানে একটি বিস্ফোরণ ঘটায়। এটি ককটেল নাকি অন্য কোন বিস্ফোরক তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহতদের প্রথমে কেন্দ্রীয় পুলিশ লাইন হাসপাতাল রাজারবাগে নেয়া হয়। পরে সেখান থেকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। ডিএমপির মতিঝিল জোনের সহকারী কমিশনার (এসি) মিশু বিশ্বাস জানান, আমাদের দুই ট্রাফিক পুলিশসহ তিনজন আহত হয়েছেন। কে বা কারা তাদের ওপর ককটেল হামলা করেছিল। তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ইতোমধ্যে হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছি। ঘটনাস্থল বর্তমানে কর্ডন করে রাখা হয়েছে। বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পরীক্ষা-নিরীক্ষা করছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানান, জঙ্গীরা এই ঘটনা ঘটাতে পারে। ককটেল বিস্ফোরণের সময় কয়েক মিনিটের জন্য এলাকায় বিদ্যুত সংযোগ ছিল না।
×