ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশের কিশোরদের বোলিং দাপট

প্রকাশিত: ১২:২২, ৩০ এপ্রিল ২০১৯

বাংলাদেশের কিশোরদের বোলিং দাপট

স্পোর্টস রিপোর্টার ॥ সফরকারী পাকিস্তান অনুর্ধ ১৬ ক্রিকেট দলের বিরুদ্ধে সোমবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে তিনদিনের ম্যাচ শুরু হয়েছে বাংলাদেশ অনুর্ধ ১৬ ক্রিকেট দলের। প্রথম দিনেই বাংলাদেশী কিশোরদের বোলিং দাপটে দিশেহারা সফরকারীরা। মুশফিক হাসানের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে তারা গুটিয়ে যায় মাত্র ১৪৮ রানে। জবাবে দিনশেষে ৫ উইকেটে ১১৯ রান তুলে এখনও ২৯ রানে পিছিয়ে স্বাগতিক বাংলাদেশের কিশোররা। টস জিতে আগে সফরকারী পাক কিশোরদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ৬ রানে প্রথম, ৫০ রানে দ্বিতীয় উইকেট হারালেও মোহাম্মদ ওয়াকাসের ৩৯ ও উমর ইমানের ৩২ রানে কিছুটা ভরসা পেয়েছিল পাকরা। কিন্তু এ দু’জনের বিদায়ের পর আর কেউ বাংলাদেশী বোলারদের সামনে দাঁড়াতে পারেননি। শেষ পর্যন্ত ৫০.৪ ওভারে ১৪৮ রানেই প্রথম ইনিংসে গুটিয়ে যায়। মুশফিক ১৫ ওভারে ৬ মেডেনসহ ৩৭ রানে ৪ এবং আশিকুর রহমান ও মাহফুজুর রহমান রাব্বি ২টি করে উইকেট নেন। জবাবে প্রথম ওভারেই ওপেনার সাজ্জাদ হোসেন মিরাজের (০) উইকেট হারালেও মফিজুল ইসলাম রবিন ৬৭ বলে ২৮ ও সাকিব শাহরিয়ার ৪৫ বলে ৮ চারে ৪৩ রান করলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশের কিশোররা।
×